২০০২ বিশ্বকাপের পর থেকেই চলছে ব্রাজিলের ‘হেক্সা’ মিশন। পাঁচবারের ফুটবল বিশ্বকাপজয়ীদের সেই স্বপ্ন আর পূরণ হয় না। ফুটবলে না হলেও ফিফা ফুটসাল বিশ্বকাপে ষষ্ঠ বিশ্বকাপ জিতল ব্রাজিল।
তাও স্বপ্নের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে। ফুটবলের মতো ফুটসালেও এতদিন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ ছিল ব্রাজিলের। ২০১২ সালের পর উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ষষ্ঠ বিশ্বকাপ বা ‘হেক্সা’ মিশন অভিযানে সফল হল তারা।
২০১৪ সালে মানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিল–আর্জেন্টিনা প্রীতি ফুটসাল ম্যাচ উপভোগ করেছিলেন ৫৬ হাজার ৪৮৩ জন দর্শক। ফুটসালের ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছিল সেই ম্যাচেই। রবিবারও ফাইনালে তাসখন্দের হুমো অ্যারেনায় ছিল দর্শকের ঢল।
ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন ফেরাও। ২০২১ ফুটসাল বিশ্বকাপের এই সর্বোচ্চ গোলদাতা ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন। ১৮ মাস পর ফিরে ফাইনালের অন্যতম নায়ক তিনি।
১৩ মিনিটে অপর গোলটি করেন রাফা। ৩৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে এক গোল ফিরিয়েছিলেন মাতিয়াস রোসো। এরপর চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি তারা।
ফুটসালের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার বলা হয় ব্রাজিলের গুইতাকে। তবে তার জায়গায় ব্রাজিলের কোচ খেলিয়েছিন উইলিয়ানকে। অসাধারণ সব সেভে ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন উইলিয়ানই।
উইলিয়ান জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভও। ম্যাচ শেষে আবেগি হয়ে তিনি বললেন, ‘‘কান্না চেপে রাখতে পারছি না আমি। অসাধারণ অর্জন এটা।’’
ফুটসালের ১০টি বিশ্বকাপের মধ্যে পাঁচবারই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাজিলের কেউ না কেউ। এবার ১০ গোল করে সেরা গোলদাতা ব্রাজিলের মার্সেল।
ফুটসালে এ পর্যন্ত ৮৪ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ৬৭টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ৮ ম্যাচ, ড্র হয়েছে বাকি ৯ ম্যাচ। ব্রাজিল ফুটসাল বিশ্বকাপ জিতেছে ১৯৮৯, ১৯৯২, ১৯৯৬, ২০০৮, ২০১২ ও ২০২৪ সালে। আর্জেন্টিনা জিতেছে একবারই ২০১৬ সালে।
তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ফ্রান্সকে বিধ্বস্ত করেছে ইউক্রেন। তারা জিতেছে ৭-১ গোলে।