Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ব্রাজিল হারলেও আর্জেন্টিনার গোল উৎসব

l4
[publishpress_authors_box]

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। জাপানের কাছে তারা ২-০ গোলে এগিয়ে গিয়েও হেরেছে ৩-২ ব্যবধানে। ১৪ বারের চেষ্টায় ব্রাজিলের বিপক্ষে জাপানের এটিই প্রথম জয়।

এশিয়ান দলের কাছে ব্রাজিলের সর্বশেষ হেরেছিল ১৯৯৯ সালে (২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও তারা তখনও এএফসির অন্তর্ভুক্ত হয়নি)। সেবার প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। ২৬ বছর পর আবারও এশিয়ান কোনও দল হারাল তাদের।

ব্রাজিল না পারলেও আজ প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল জিতেছে ৬-০ গোলে। পুয়ের্তো রিকোর গোলকিপার সেবাস্তিয়ান কাটলের ছয়টি সেভ না করলে ব্যবধান বাড়তে পারত আরও। ৬৮.৬ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ২৫টি শট নিয়েছে আর্জেন্টিনা। লক্ষ্যে ছিল ১১টি।

জাপানের কাছে হেরেছে ব্রাজিল।

জোড়া গোল করেন লাওতারো মার্তিনেস ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এক গোল গঞ্জালো মন্তিয়েলের। অপর গোলটি র‌্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বরে থাকা পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী। নিজে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৬০ অ্যাসিস্টের রেকর্ড এখন মেসির। ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে বিশ্রাম থেকে ফিরেই রেকর্ড গড়লেন তিনি। আগের ৫৯ অ্যাসিস্টের রেকর্ড ছিল নেইমারের।

 ২২ মিনিটে বাতাসে ভাসানো নিখুঁত পাসে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে প্রথম গোল করান মেসি। ৮৪ মিনিটে লাওতারোকে ব্যাক পাস দিয়ে করান অপর গোলটি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত