Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সমতায় শেষ ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ, বাড়ল শিরোপার অপেক্ষা

t7
[publishpress_authors_box]

ব্রাজিলের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হয়েছিল ৬-০ গোলে। সেই ব্রাজিল পৌঁছে গিয়েছিল শিরোপার হাত ছোঁয়া দূরত্বে। আজ (শুক্রবার) চূড়ান্ত পর্বে আর্জেন্টিনাকে হারাতে পারলেই শিরোপা-অঙ্কটা ছিল এরকম। সে সঙ্গে ছিল গ্রুপ পর্বে হারের প্রতিশোধের মিশনও।

শিরোপার জন্য একই সমীকরণ ছিল লিওনেল মেসিদের উত্তরসূরিদের জন্যও। শিরোপা নির্ধারণী সেই ম্যাচটা শেষ হল ১-১ গোলের সমতায়। বিরতির আগে ৪০ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া মিডফিল্ডার ক্লাওদিও এচেভেরি (এখন ধারে খেলছেন পুরোনো ক্লাব রিভার প্লেটে)। গ্রুপে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচটিতেও জোড়া গোল করেছিলেন এচেভেরি। টুর্নামেন্টে তার গোল এখন ৫টি।

ব্রাজিল সমতা ফেরায় ৭৮ মিনিটে। রায়ানের গোলে সে সঙ্গে ম্যাচে ফিরে উত্তেজনাও। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। তাতে বাড়ল শিরোপার অপেক্ষা। এজন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।

চূড়ান্ত পর্বে প্রথম চারম্যাচ শেষে ব্রাজিল, আর্জেন্টিনার পয়েন্ট সমান ১০। গোল গড়ে এগিয়ে অবশ্যব্রাজিল। ব্রাজিলের গোল গড় ৪ ও আর্জেন্টিনার ৩। ব্রাজিলের শেষ ম্যাচ চিলির বিপক্ষে আর আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের। তবে সমীকরণটাই এমন ছিল যে, আজকের ম্যাচে জিতলেই শিরোপার জন্য আর শেষ খেলা পর্যন্ত অপেক্ষার দরকার নেই। কারণ প্রথমে দেখা হবে হেড টু হেড এরপর গোলগড়। হেড টু হেডে এগিয়ে যেত আজকের জয়ীরা। ম্যাচটা ড্র হওয়ায় শেষ ম্যাচের পরই জানা যাবে শিরোপা ভাগ্য। ব্রাজিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১২বার আর আর্জেন্টিনা ৫বার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত