Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কানাডার ৬ পয়েন্ট হারানোর বেদনা

টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়ার কথা কানাডা নারী ফুটবল দলের। কিন্তু ফিফার শাস্তিতে তাদের পয়েন্ট ০। ছবি : এক্স
টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়ার কথা কানাডা নারী ফুটবল দলের। কিন্তু ফিফার শাস্তিতে তাদের পয়েন্ট ০। ছবি : এক্স
[publishpress_authors_box]

অলিম্পিক শুরুর আগেই ৬ পয়েন্ট হারিয়ে বসেছিল কানাডার মেয়েদের ফুটবল দল।  নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির অনুশীলনে ড্রোন পাঠানোর দায়ে এমন শাস্তি। পাশাপাশি কানাডার কোচ বেভ প্রিয়েস্টমানকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আটক হয়েছেন দলের অ্যানালিস্ট জোসেফ লমবারডি।

এই ঘটনায় জড়িত না হয়েও সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয়েছে খেলোয়াড়দের। নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর কাল স্বাগতিক ফ্রান্সকেও একই ব্যবধানে হারায় কানাডার মেয়েরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে যেখানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতে পারত তাদের, সেখানে ফিফার শাস্তিতে কানাডার পয়েন্ট এখন ০।

৯০ মিনিটে ১-১ সমতা থাকলেও অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে গোল করে কানাডাকে জয় এনে দেন ভ্যানেসা জাইলস। কিন্তু উচ্ছ্বসিত না হয়ে চোখের পানি মুছতে মুছতে তিনি বললেন, ‘‘ আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে ডোপিংয়ে ধরা পড়েছি। আমরা এর অংশ ছিলাম না।’’

কানাডার হয়ে প্রথম গোলটি করেছিলেন জেসিয়া ফ্লেমিং। হতাশা লুকাননি তিনিও, ‘‘মনে হচ্ছে পুরো পৃথিবী যেন আমাদের প্রতিপক্ষ। অথচ আমাদের কোনও দায় নেই।’’

তিন গ্রুপের সেরা দুটি তৃতীয় হওয়া দল সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালের। শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে হারালে সেই সুযোগ তৈরি হবে তাদের। আপাতত ৩ পয়েন্ট নিয়ে সেরা দুই তৃতীয় দল হিসেবে টিকে রয়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া।

ইনজুরি টাইমে ২ গোল হজম করে হেরেছে ব্রাজিল।

কাল গ্রুপ ‘সি’তে ব্রাজিল শুরুতে এগিয়ে গিয়েও ইনজুরি টাইমে ২ গোল হজম করে জাপানের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। ৫৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন জেনিফার। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে কুমাগাইয়ের পেনাল্টিতে সমতা ফেরায় জাপান।

ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের ভুল পাসে দূরপাল্লার শটে গোল করেন জাপানের মোমোকো তানিকাওয়া। এই গ্রুপে ২ ম্যাচ শেষে স্পেনের পয়েন্ট ৬, জাপানের ৩, ব্রাজিলের ৩ ও নাইজেরিয়ার ০। শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে আর জাপানের প্রতিপক্ষ নাইজেরিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত