চাকরি গেছে ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজের। তার জায়গায় ভাবা হচ্ছে সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়রের কথা।
দুদিন আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে ফিরেছেন এদনালদো রোদ্রিগেস। এরপরই ব্রাজিল দলের অর্ন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে বিদায় করে নেমেছেন নতুন কোচের সন্ধানে।
দিনিজকে ব্রাজিল কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল এক বছরের জন্য। এ সময়ে সাবেক ফ্লুমিনেন্স কোচ দলটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে পড়েছেন বিপাকে। তার উদ্ভাবিত নতুন স্টাইলে খেলাতে গিয়ে বিপদ বাড়িয়েছেন। এই কোচের অধীনে ৬ ম্যাচ খেলার পর ব্রাজিল এখন দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে আছে ষষ্ঠ স্থানে। ৬ ম্যাচের তিনটিই হারে ব্রাজিল। সাফল্য বলতে দুটি জয় ও এক ড্র।
তার জায়গায় কার্লো আনচেলোত্তি এসে সেলেসাওদের হাল ধরার খবর চাউর করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এটা কোনও ভিত্তি পায়নি। ইতালিয়ান কোচ কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলে সেই আশাও শেষ হয়ে যায়।
তাই সিবিএফ খুঁজছে নতুন কোচ। রয়টার্সের খবর হলো, তারা সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়রের দিকে ঝুঁকছে। তার হাতে জাতীয় দলের ভার তুলে দেওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে সাও পাওলো প্রেসিডেন্ট জুলি সিজারেসের কাছে। আগামী সোমবারের মধ্যে দোরিভালের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।