নির্ধারিত সময় শেষ, তখন টাইব্রেকারের অপেক্ষা। ব্রাজিলের খেলোয়াড়রা বৃত্ত হয়ে টাইব্রেকার নেওয়ার পরিকল্পনা সাজাচ্ছিলেন কোচিং স্টাফের সঙ্গে। অথচ ওই বৃত্তে নেই কোচ দোরিভাল জুনিয়র!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তে ভাইরাল। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা তার খেলোয়াড়দের নিয়ে টাইব্রেকারের দিকনির্দেশনা দিয়েছেন। কিন্তু দোরিভার খেলোয়াড়ের বাইরে ছিলেন।
তিনি প্রধান কোচ, গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি নির্দেশনা-পরামর্শ দেবেন, সেটাই স্বাভাবিক। যদিও খেলোয়াড়দের বৃত্তের বাইরে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন ব্রাজিল কোচ।
ভিডিওতে দেখা গেছে, দোরিভাল হয়তো ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। একবার হাত দিয়ে কী যেন বোঝানোর চেষ্টাও করলেন। যদিও তার দিকে কারও নজর ছিল না।
ফুটবলের সামান্য খোঁজ-খবর রাখা মানুষটাও জানেন, ফুটবলে কোচই সর্বেসর্বা। তার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারের আগে দোরিভালের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। স্বাভাবিকভাবেই দোরিভালের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রাজিল কোচকে সেটির ব্যাখ্যাও দিতে হয়েছে।
কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর দোরিভাল বলেছেন, “আমি (বৃত্তের) বাইরে ছিলাম কারণ, আমার মনের মধ্যে কী আছে সেটি প্রত্যেকের সঙ্গে কথা বলে জানিয়েছিলাম। (পেনাল্টি) শট নেওয়া পাঁচ জনের নাম চূড়ান্ত হওয়ার পর আমি তাদের পেনাল্টি অনুশীলনের কথা বলেছি।”
সঙ্গে যোগ করেছেন, “অরল্যান্ডোতে (কোপা আমেরিকায়) আসার পর থেকে আমরা এটা (পেনাল্টি) নিয়ে অনুশীলন করেছি। আমরা পেনাল্টি নিয়ে কাজ করেছি কারণ জানতাম কোনও একসময় ফল নিষ্পত্তির জন্য এটার প্রয়োজন পড়বে।”