Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নেইমারের অপেক্ষায় ব্রাজিল

neymar-4
[publishpress_authors_box]

গত জুলাইয়ে অনুশীলনে ফিরেছিলেন নেইমার। আশায় বুক বাঁধে ব্রাজিলের ফুটবল সমর্থকরা। বিশ্বকাপ বাছাইয়ে খারাপ সময় কাটানো লাতিন আমেরিকার দেশটির পথে ফিরতে এই ফরোয়ার্ডকে যে ভীষণ প্রয়োজন। কিন্তু আল হিলাল কোচ দিলেন খারাপ সংবাদ। আপাতত মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।

অর্থাৎ, বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি রাউন্ড সাবেক বার্সেলোনা তারকাকে ছাড়া নামতে যাচ্ছে ব্রাজিল। অক্টোবরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচ দুটিতে নেইমারকে পাচ্ছে না তারা। স্বভাবতই খবরটি ব্রাজিলের জন্য হতাশার। কোচ দোরিভাল জুনিয়রও তার হতাশা গোপন করেননি। অগত্যা নেইমারের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের কিছু করারও নেই।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময়ই হাঁটুর চোটে পড়েন নেইমার। এজন্য যেতে হয় ছুরি-কাঁচির নিচে। ওই যে মাঠ ছেড়েছেন, আর ফেরা হয়নি। মাঝে অনুশীলনে ফিরলে নেইমার-ভক্তদের মনে স্বস্তি ফেরে। কিন্তু আল হিলাল কোচ হোর্হে জেুসস জানিয়েছেন, আগামী জানুয়ারির আগে মাঠে ফেরা হচ্ছে না এই ফরোয়ার্ডের।

ফলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে নেই নেইমার। এবার চিলি ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুটির জন্য দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে কথা বলেছেন সেলেসাও কোচ দোরিভাল। তিনি বলেছেন, “আমরা সবাই জানি নেইমার কতটা গুরুত্বপূর্ণ (খেলোয়াড়)। আমরা তার জন্য অপেক্ষা করব। আমাদের ধৈর্য ধরতে হবে।”

নেইমার কবে ফিরবেন, জানা নেই দোরিভালের, “নেইমার কবে ফিরবে সেটা কোনও ব্যাপার নয়। সেটা যদি অক্টোবর, নভেম্বর কিংবা ফেব্রুয়ারি, যখনই হোক… আমাদের অপেক্ষা করতে হবে। সে আত্মবিশ্বাসী ও পুরোপুরি ফিট হবে ফিরবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত