Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাজিল দলে আরও তিনজন, কপাল পুড়ল এদেরসনের

কোপা আমেরিকায় খেলা হচ্ছে না এদেরসনের। ছবি: টুইটার
কোপা আমেরিকায় খেলা হচ্ছে না এদেরসনের। ছবি: টুইটার
[publishpress_authors_box]

কোপা আমেরিকায় খেলা হচ্ছে না এদেরসনের। ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটি গোলকিপার। প্রিমিয়ার লিগ ম্যাচে চোখে আঘাত পেয়েছিলেন তিনি। চোট গুরুতর হওয়ায় যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন আমেরিকার ‘বিশ্বকাপ’ মাঠের বাইরে থেকে দেখতে হচ্ছে এই গোলকিপারকে।

এদেরসন ছিটকে গেলেও কপাল খুলেছে তিন খেলোয়াড়ের। ব্রাজিল কোচ দোরিভার জুনিয়র তার স্কোয়াডে যোগ করেছেন তিনজনকে। কোপা আমেরিকায় খেলতে যাচ্ছেন ‍জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমার, আতালান্তা মিডফিল্ডার এদেরসন ও পোর্তো ফরোয়ার্ড পেপে।

শুরুতে এবারের কোপা আমেরিকায় প্রত্যেক দলের ২৩ জনের স্কোয়াড নেওয়ার সুযোগ ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ মে) লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির ঘোষণা দেয়। তিনজন বাড়িয়ে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ দেওয়া হয়েছে চূড়ান্ত স্কোয়াডে। নতুন নিয়মে স্কোয়াডে তিন খেলোয়াড় যোগ করেছেন দোরিভাল।

একই সঙ্গে পরিবর্তনও আনতে হয়েছে দলে। প্রিমিয়ার লিগে টটেনহাম ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লাগায় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরসনের। ফলে ম্যান সিটির শেষ লিগ ম্যাচ ও এফএ কাপের ফাইনাল শেষ হয়ে যায় তার। আর এখন কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন এই গোলকিপার।

তার জায়গায় দোরিভাল স্কোয়াডে যোগ করেছেন সাও পাওলো গোলকিপার রাফায়েলকে। ৩৪ বছর বয়সী এই গোলকিপারের এখনও ব্রাজিলের জার্সিতে খেলা হয়নি।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। নকআউটে যাওয়ার পথে সেলেসাওদের পেরোতে হবে কলম্বিয়া, প্যারাগুলো ও কোস্টারিকার বাধা।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন বেকার, রাফায়েল, বেন্তো; ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, গুইলহেরমে আরানা, ওয়েন্দেল, বেরালদো, মারকিনুস, গাব্রিয়েল মাগালহায়েস, এদের মিলতাও, ব্রেমার; মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, দগলাস লুইজ, জোয়াও গোমেস, লুকাস পাকিতা, এদেরসন; ফরোয়ার্ড: এনদ্রিক, মার্তিনেল্লি, এভানিলসন, রাফিনিয়া, রোদ্রিগো, সাভিও, ভিনিসিয়ুস জুনিয়র, পেপে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত