ব্রাজিল ০ : ০ কোস্টারিকা
কলম্বিয়া ২ : ১ প্যারাগুয়ে
শুরুতেই হোঁচট ব্রাজিলের। কোপা আমেরিকা অভিযানের প্রথম ম্যাচে সেলেসাওদের রুখে দিয়েছে কোস্টারিকা। ম্যাচে ৭৪ শতাংশ বলের দখল রেখে পোস্টে ১৯টা শট নিয়েছিল দোরিভাল জুনিয়রের দল। কিন্তু গোল আদায় করতে পারেনি একটাও। তাই ফিফা র্যাঙ্কিয়ে ৫২ নম্বরে থাকা কোস্টারিকার বিপক্ষে ম্যাচটা শেষ হয়েছে গোলশূন্য ড্রতে।
দুই দলের আগের ১১ ম্যাচের ১০টি জিতেছিল ব্রাজিল। একটি জিতেছিল কোস্টারিকা। আজই প্রথম ড্র হলো দুই দলের কোনও ম্যাচ। একটি গোল অবশ্য ভিএআর-এ বাতিল হয়েছিল ব্রাজিলের। তারা সুযোগও তৈরি করে অসংখ্য। কিন্তু রোদিগ্রো-ভিনিসিয়ুসরা সেগুলো কাজে লাগাতে পারেননি।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ব্রাজিল পোস্টে ১৯টা শট নিলেও লক্ষ্যে ছিল কেবল ৩টি, যা ঠেকিয়ে দেন গোলরক্ষক প্যাত্রিক সেকেইরা।
১২তম মিনিটে ১০ নম্বর জার্সিতে খেলা রোদ্রিগো ডিবক্সে ঢুকে পড়েছিলেন লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে। দারুণ দক্ষতায় শট নিলেও লক্ষ্যে ছিল না সেটা।
২৫তম মিনিটে রোদ্রিগোরে পাসে পাকেতা সুযোগ নষ্ট করেন গোলরক্ষকের সোজা শট নিয়ে। ২৯তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন মার্কিনিয়োস। তবে ভিএআর রেফারির সঙ্গে তিন মিনিটের বেশি সময় আলোচনা করে অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি।
বিরতির আগে ব্রাজিলের পোস্টে কোনও শট নিতে পারেনি সবাই মিলে ডিফেন্স করা কোস্টারিকা। বিরতির পর তারা ২টি শট নিলেও লক্ষ্যে ছিল না সেগুলো।
৬৩ মিনিটে পাকেতার বুলেট গতির শট বাঁধা পায় পোস্টে। জোয়াও গোমেস ও ভিনিসিয়ুসের বদলে সাভিনিয়ো ও এনদ্রিক মাঠে নামলে আক্রমণের ধার বাড়ে আরও। ৭২তম মিনিটে এনদ্রিকের চ্যালেঞ্জ সামলাতে না পেরে প্রায় আত্মঘাতি গোল করে ফেলেছিলেন কিরোস। এরপর রোদ্রিগো আরও দুটি সুযোগ নষ্ট করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে এখন শীর্ষে কলম্বিয়া। দুটি গোলের অ্যাসিস্টই হামেস রোদ্রিগেসের। ৩২ মিনিটে দানিয়েল মুনোজ আর ৪২ মিনিটে অপর গোলটি করেন জেফারসন লারমে। প্যারাগুয়ের হয়ে ৬৯ মিনিটে এক গোল ফিরিয়েছিলেন হুলিও এনসিকো।
এটা কলম্বিয়ার টানা নবম জয়। তারা সবশেষ হেরেছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে। এরপর খেলা ২৪ ম্যাচের জিতেছে ১৯টি আর ড্র ৫টি।