Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গার্দিওলার সঙ্গে যোগাযোগ হয়নি ব্রাজিলের

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি: এক্স
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

কয়েকদিন ধরেই গুঞ্জনটা আবার চাউর হয়েছে- পেপ গার্দিওলা নাকি কোচ হচ্ছেন ব্রাজিলের। এর আগেও ম্যানচেস্টার সিটি কোচের ব্রাজিলের চাকরি নেওয়ার গুঞ্জন উঠেছিল। আগের দফায় গার্দিওলার সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সত্যি আলোচনা হয়েছিল কিনা, জানা যায়নি। তবে এবারের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছে সিবিএফ।

ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান এদনালদো রোদ্রিগেস নিশ্চিত করেছেন, গার্দিওলাকে কোচ করতে যোগাযোগ করেনি ব্রাজিল। বর্তমান কোচ দোরিভাল জুনিয়রের ওপরই তাদের আস্থা।

ইএসপিএনকে ব্রাজিল ফুটবলের সভাপতি বলেছেন, “যদিও তিনি (গার্দিওলা) বিশ্বের অন্যতম সেরা কোচ, তবে সিবিএফ থেকে তার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ করা হয়নি। দোরিভালে জুনিয়রের নেতৃত্বাধীন কোচিং স্টাফ নিয়ে আমরা কাজ করছি এবং তাদের কাজে আমরা সন্তুষ্ট।”

২০২৬ সাল পর্যন্ত কোচ পাল্টানোর ইচ্ছা নেই বলে জানিয়েছেন রোদ্রিগেস। দোরিভাল প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্নে সিবিএফ সভাপতি বলেছেন, “ হ্যাঁ (দোরিভাল চালিয়ে যাবেন)। সবচেয়ে বড় বিষয় হলো, তিনি আমাদের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। তিনি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। সবকিছু তার ওপর নির্ভর করছে।”

২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর নামি কোচ খুঁজছে ব্রাজিল। এমনকি প্রথা ভেঙে বিদেশি কোচ আনার সিদ্ধান্তও নিয়েছিল। এজন্য কার্লো আনচেলত্তিকে কোচ করতে লম্বা সময় অপেক্ষা করেছিল সিবিএফ। একটা সময় লাতিন আমেরিকান ফুটবল বোর্ড থেকে ইতালিয়ান কোচের চুক্তির খবরও দেওয়া হয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ ছেড়ে জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হননি আনচেলত্তি। ওই সময় ইতালিয়ান কোচের পাশাপাশি গার্দিওলার নামও জড়িয়েছিল ব্রাজিলের কোচের পদে।

২০২৫ সালে ম্যান সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে গার্দিওলার। গত অক্টোবরে সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা কোচ জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত