Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

‘পরাজয়ই ইতিহাস তৈরি করেছে ব্রাজিলের’

dd
[publishpress_authors_box]

২০০২ বিশ্বকাপের পর মর্যাদার ট্রফিটা আর জেতা হয়নি ব্রাজিলের। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। গত কোপায় ফাইনাল খেললেও এবার ছিটকে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে।

তাই ব্রাজিলিয়ান ফুটবল ঐতিহ্যের শেষ দেখছেন অনেকে। এমন সময়ই ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সমর্থকদের উৎসাহিত করার একটি ভিডিও। পেলে, গারিঞ্চা, জিকো, কাফু, দুঙ্গাদের কীর্তিগুলো তুলে ধরা হয়েছে তাতে।

একটি পুরুষকণ্ঠ ধারাবিবরণীতে শুনিয়েছেন ব্রাজিলের ফুটবলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ধারাবিবরণীর এক জায়গায় বলা হয়েছে, ‘‘এবারই প্রথম তারা আমাদের শেষ ঘোষণা করেনি। বিশ্বাস করুন, আবার জিতব আমরা। ফুটবল পৃথিবীর সবচেয়ে সফল দল হলেও পরাজয় আমাদের ইতিহাসের অংশ। আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি তবে হেরেছি ১৭টি। পরাজয়ই ইতিহাস তৈরি করেছে ব্রাজিলের। তবে মানুষ দেখেছে দাপট দেখিয়েছে কারা। এক, দুই, তিন, চার, পাঁচবার (বিশ্বকাপ জিতেছি আমরা)।’’

হারলেও ব্রাজিল যে ভেঙে পড়বে না শোনানো হয়েছে সেই প্রত্যয়ও, ‘‘ব্রাজিলের আছে তিনটি এস-সুপারাসাও (ফিরে আসা), সানগে (রক্ত) আর সুয়োর (ঘাম)। আজ হারছি, তবে আগামীকাল আমাদেরই হবে শিরোপা।’’

গ্লোবো টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়রও প্রতিশ্রুতি দিলেন ঘুরে দাঁড়ানোর, ‘‘যারা এখন অনেক বেশি কথা বলছে, তাদের হয়তো দুই বছরের মধ্যে ব্রাজিলের আরেকটি বড় সাফল্য হজম করতে হবে। এখন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করব। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নেইমার। তাকে সেরা ছন্দে পেতে ধৈর্য ধরতে হবে আমাদের। ধৈর্য ধরুন, উন্নতির প্রক্রিয়া দেখতে থাকুন আমাদের।”

উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারের আগে দোরিভালকে দেখা গিয়েছিল দলীয় বৃত্তের পেছন থেকে উঁকিঝুঁকি দিতে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বলা হচ্ছে দলের ওপর নিয়ন্ত্রন নেই দোরিভালের।

এমন গুঞ্জন নিয়ে ক্ষুব্ধ দোরিভাল জানালেন,‘‘একটা ছবিকে তারা এমনভাবে ব্যাখ্যা করেছে যে এটা অন্য গ্রহের কোনো কিছু। দলে আমার নিয়ন্ত্রণ আছে বোঝাতে কি হাতে ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? যত পেনাল্টি শুটআউটে আমি সম্পৃক্ত ছিলাম (২২ বছরের ক্যারিয়ারে), কখনো দলীয় বৃত্তে প্রবেশ করিনি। ম্যাচের শেষেই আমরা ঠিক করে ফেলি, পেনাল্টি কারা নেবে। এই সময়টায় আমি একটু দূরেই থাকি। অন্য ম্যাচগুলির ছবি-ভিডিও দেখলে জানতে পারবেন সেটা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত