Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

চারে উঠে আসার অভিযান ব্রাজিলের

bbbb1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল নেমে গেছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে! সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার নম্বরে উঠে আসার অভিযান ব্রাজিলের। এজন্য শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় হারাতে হবে ইকুয়েডরকে।

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ হবে ব্রাজিলের এস্তাদিও পেরেইরা স্টেডিয়ামে।

সেলেসাওদের দায়িত্ব নিয়ে প্রথম বড় টুর্নামেন্ট কোপা আমেরিকায় ব্যর্থ ছিলেন কোচ দোরিভাল জুনিয়র। ছন্নছাড়া ফুটবলে ব্রাজিলকে থামতে হয়েছে কোয়ার্টার ফাইনালে। প্রশ্ন উঠেছিল ফুটবলারদের কৌশল ও মানসিকতা নিয়েও।

ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দোরিভালের, ‘‘ দলের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। সেরা ছন্দে ফিরতে হবে আমাদের। দল মোটেও স্বস্তির জায়গায় নেই। এ নিয়ে সচেতন থাকতে হবে সবাইকে।’’

৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে ৬ নম্বরে। ৮ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে ৫ নম্বর আর ৯ পয়েন্ট নিয়ে ভেনিজুয়েলা চারে। ব্রাজিল জিতলে ১০ পয়েন্ট নিয়ে উঠে আসবে চারে। এটাই লক্ষ্য দোরিভালের।

ইকুয়েডরের পর ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এখনো ইনজুরিতে নেইমার। নিষেধাজ্ঞায় আছেন রাফিনিয়া। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগোর সঙ্গে তাই দেখা যেতে পারে এনদ্রিককে।

দলে নতুন এসেছেন ১৭ বছরের তরুণ এস্তেভাও উইলিয়ান। তবে এনদ্রিক বা উইলিয়ানের একাদশে খেলার নিশ্চয়তা দিচ্ছেন না দোরিভাল।

 রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম চার ম্যাচে কেবল ৯ মিনিট খেলা এনদ্রিককে নিয়ে দোরিভাল বললেন, ‘‘এখনও দুই-একটা পজিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। (রিয়াল বা ব্রাজিলের) একাদশে না থাকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা এনদ্রিক। ওকে ৯০ মিনিট খেলানো যায় কিনা ভেবে দেখতে হবে।’’

ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ১২ ম্যাচে হারেনি ব্রাজিল। এটাও নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে ভিনিসিয়ুসদের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত