Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কেন ৫৮ বছর বয়সে পেশাদার ফুটবলে রোমারিও

অবসর ভেঙে পেশাদার ফুটবলে খেলবেন রোমারিও। ছবি: টুইটার
অবসর ভেঙে পেশাদার ফুটবলে খেলবেন রোমারিও। ছবি: টুইটার
[publishpress_authors_box]

ব্রাজিলিয়ান ফুটবলে তার নাম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেলেসাওদের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন তিনি। ফুটবলের আরও অনেক সাফল্য সঙ্গী করে ২০০৯ সালে পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন রোমারিও। দীর্ঘ ১৫ বছর পর অবসর ভাঙার ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ৫৮ বছর বয়সে আবার পেশাদার ফুটবল শুরু করতে যাচ্ছেন তিনি।

ব্রাজিলিয়ান ক্লাব আমেরিকার সভাপতির দায়িত্ব পালন করছেন রোমারিও। এই ক্লাবেই পেশাদারি ক্যারিয়ারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘোষণাই দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা।

কী ঘটেছে

রিও ডি জেনেইরোর ক্লাব আমেরিকা। ২০০৯ সালে এই ক্লাব থেকেই বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন রোমারিও। এবার এই ক্লাব দিয়েই আবার ফুটবলে ফিরছেন তিনি। বর্ণিল ক্যারিয়ারে অনেক সুখস্মৃতি আছে তার। ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই রোমারিও। ডাচ ক্লাব পিএসভি ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতেও নিজের ছাপ রেখেছেন তিনি।

এত অর্জনের পরও ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাফল্যের ক্ষুধা কমেনি। বয়স ৫৮ পেরিয়ে যাওয়ার পরও ফুটবলে ফেরার সাহস দেখালেন তিনি।

কেন ফিরলেন পেশাদার ফুটবলে

আমেরিকা ফুটবল ক্লাবের খেলোয়াড় হিসেবে নাম নিবন্ধন করেছেন রোমারিও। এই ক্লাবে খেলেন তার ছেলে রোমারিনিয়ো। ছেলের সঙ্গে খেলবেন- এই স্বপ্ন থেকে আবার পেশাদারি ফুটবলে ফিরছেন তিনি। সাবেক বার্সেলোনা তারকা নিশ্চিত করেছেন, ছেলের সঙ্গে খেলা ও প্রিয় দলের সঙ্গে থাকার স্বপ্ন থেকেই তিনি ৫৮ বছর বয়সে ফুটবলে ফেরার অনুপ্রেরণা পেয়েছেন। তবে ব্রাজিলের শীর্ষ লিগে খেলার স্বপ্ন তার নেই।

‘অল্প বেতনে’ আমেরিকা ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন তিনি। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, তার প্রাপ্ত অর্থ চলে যাবে দাতব্য প্রতিষ্ঠানে।

কী বলেছেন রোমারিও

ইনস্টাগ্রাম পোস্টে রোমারিও লিখেছেন, “আমি চ্যাম্পিয়নশিপে (ব্রাজিলিয়ান লিগ) প্রতিদ্বন্দ্বিতা করতে নামছি না। তবে হৃদয় থেকে প্রিয় দলের হয়ে কিছু ম্যাচ খেলতে চাই। ছেলের সঙ্গে একই দলে খেলব, আরেকটি স্বপ্ন সত্যি হচ্ছে।”

কখন মাঠে দেখা যাবে তাকে

আমেরিকা ফুটবল ক্লাব এখন খেলছে ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে। আগামী মে মাসে শুরু হবে এই প্রতিযোগিতা। এখন সেটিরই প্রস্তুতি চলছে রিও ডি জেনেইরোর ক্লাবটিতে। ১৮ মে’র পর যেকোনও সময় ‘অভিষেক’ হতে পারে রোমারিও’র।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত