ব্রাজিলিয়ান ফুটবল এখন ধুঁকছে। গত বিশ্বকাপে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। অথচ বিশ্বকাপের আগে শিরোপার দাবিদার বলা হচ্ছিল তাদের। এরপর ব্যর্থ কোপা আমেরিকাতেও। এই দশকে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দলের তালিকায় তারা আছে ২১ নম্বরে!
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল নেমে গিয়েছিল ছয় নম্বরে। সর্বশেষ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে অবশ্য উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। এই ম্যাচে ব্রাজিলের স্থানীয় ক্লাবে খেলা ফুটবলাররা যথেষ্টই আলো ছড়িয়েছেন। এমন দুঃসময়ে নতুন বিতর্ক তৈরি করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো, রাফিনিয়াদের বাদ দিয়ে শুধু ব্রাজিলে খেলা ফুটবলারদের নিয়ে দল গড়তে বললেন তিনি। ভিনিসিয়ুস এবারের ব্যালন ডি’অরে ফেবারিট হলেও তাকেসহ ইউরোপে খেলা নতুন প্রজন্মের ফুটবলারদের তারকাও মনে করেন না ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক রেডিও সাক্ষাৎকারে বললেন, ‘‘ এখন যারা বিদেশে খেলছে, তারা এখানে খেলা ফুটবলারদের চেয়ে ভালো নয়। ব্রাজিলে একই মানের ভালো খেলোয়াড় আছে। এজন্য বলছি তাদেরই সুযোগ দিন।’’
ভিনিসিয়ুস-রোদ্রিগোদের বড় কোন তারকাও মনে করেন না লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ‘‘এখন তো বিদেশি ক্লাবগুলোতে কোন গারিঞ্চা বা রোমারিও খেলছে না। একদল তরুণ যারা খেলছে তারা এখনও তারকা হয়ে উঠেনি।’’