মেয়েদের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ভাবা হয় মার্তাকে। অথচ তার ক্যারিয়ারে কোনও অলিম্পিক সোনা নেই। ২০০৪ ও ২০০৮ সালে জিতেছিলেন রুপা। প্যারিসে অলিম্পিকের পর বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
মার্তাকে অলিম্পিক সোনা উপহার দেওয়ার লক্ষ্যে প্যারিসে আসা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারাল স্বাগতিক ফ্রান্সকে।
৮২ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি পোরিতিলহোর। ব্রাজিলের লক্ষ্যে নেওয়া প্রথম শট ছিল সেটাই। শেষ দিকে পোরিতিলহোর আরেকটা শট ফিরে পোস্টে লেগে। ম্যাচটা অন্যরকম হতে পারত ১৬ মিনিটে সাকিনা পেনাল্টি মিস না করলে। ৩৯ মিনিটে ব্যাথির হেড ফিরে আসে বারে লেগে।
ছেলেদের অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফাইনালে পৌঁছেছিল ফ্রান্স। মেয়েদের ফুটবলে আর্জেন্টিনার হয়ে যেন প্রতিশোধই নিল লাতিনের আরেক দেশ ব্রাজিল।
অপর কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে জাপানকে। টাইব্রেকারে স্পেন ৪-২ ব্যবধানে কলম্বিয়াকে আর জার্মানি ৪-২ ব্যবধানে হারায় কানাডাকে।
নির্ধারিত সময়ে কলম্বিয়ার বিপক্ষে স্পেনের ম্যাচে সমতা ছিল ২-২ আর কানাডার সঙ্গে জার্মানির গোল শূন্যতে।