Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চোটজর্জর ব্রাজিলের পা ফসকালেই বিপদ

চিলির বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত ব্রাজিলের খেলোয়াড়েরা। ছবি: এক্স
চিলির বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত ব্রাজিলের খেলোয়াড়েরা। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ সম্ভবত একেই বলে। বিশ্বকাপ বাছাইয়ে এমনিতেই খারাপ সময় যাচ্ছে, এর ওপর চোটের কারণে সেরা একাদশও গড়তে পারছে না ব্রাজিল। এবারের লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ দোরিভাল জুনিয়র। কঠিন হয়ে ওঠা পথে বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) ভোরে চিলির মাঠে আতিথ্য নেবে সেলেসাওরা।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি মূল পর্বে যাওয়া দলের সংখ্যা বাড়লেও শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলের সুযোগ পাওয়া নিয়ে। অক্টোবরের রাউন্ডের আগে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেলেসাওরা রয়েছে পাঁচ নম্বরে। ষষ্ঠ স্থানে থাকা ভেনেজুয়েলার চেয়ে এগিয়ে আছে শুধু গোল ব্যবধানের কারণে। ৭ ও ৮ নম্বরে যথাক্রমে থাকা প্যারাগুয়ে ও বলিভিয়ার পয়েন্ট ৯ করে।

অর্থাৎ, এবারের দুই ম্যাচে পা ফসকালেই বিপদে পড়বে ব্রাজিল। অন্যদিকে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও বলিভিয়া নিজেদের ম্যাচগুলো জিতলে ব্রাজিল নিচে নেমে যাবে। সরাসরি সুযোগ পাওয়ার ৬ নম্বর জায়গা হারাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপে না খেলার শঙ্কা আরও জমাট বাঁধবে।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। শুক্রবার মুখোমুখি হচ্ছে চিলির। সান্তিয়াগোর ম্যাচটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু চোটের কারণে পাঁচ খেলোয়াড়কে বদলি করতে বাধ্য হয়েছেন দোরিভাল। ব্রাজিল হারিয়েছে গোলকিপার আলিসন, ডিফেন্ডার ব্রেমার, এদের মিলিতাও ও গুইলহার্মি আরানা এবং ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে।

বিশেষ করে, ভিনিসিয়ুস ও আলিসনকে হারানো বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য। ফরোয়ার্ডে ভিনিসিয়ুসের জায়গায় চমকজাগানিয়া ঘোষণা দিয়েছেন দোরিভাল। বুধবার তিনি ঘোষণা করেছেন, এনদ্রিক বেঞ্চে থেকে একাদশে সুযোগ পাবেন প্রথমবার ব্রাজিল দলে ডাক পাওয়া ইগোর জেসুস। বোতাফোগোর এই ফরোয়ার্ড অভিজ্ঞতার কারণে সুযোগ পাচ্ছেন একাদশে।

বিশ্বকাপ বাছাইয়ে চিলি ভালো অবস্থানে নেই। তবে ঘরের মাঠে তার সবসময়ই দুর্দান্ত। চোটজর্জর ব্রাজিলকে তাই কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে। যে পরীক্ষায় জয়ছাড়া বিকল্প নেই ব্রাজিলের। হারলেই শঙ্কার মেঘ ঘনীভূত হবে।   া

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত