ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ বারের বাছাইপর্বে ছয় ম্যাচে জিতেছে কেবল দুটি। তাই চাকরি হারিয়েছেন কোচ ফার্নান্দো দিনিজ। কার্লো আনচেলোত্তিও না করে দিয়েছেন ব্রাজিলকে। তাই সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়রকে প্রস্তাব দিয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৬১ বছর বয়সী দোরিভালের সাও পাওলোর সঙ্গে চুক্তি আছে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে জাতীয় দল চাওয়ায় সাও পাওলো রাজি হয়েছে তাকে ছেড়ে দিতে। এ নিয়ে ক্লাবটির বিবৃতি, ‘‘কোচ দোরিভাল জুনিয়রের বিদায়ের ঘোষণা দিচ্ছে সাও পাওলো ক্লাব। ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।’’
সিবিএফ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ক্লাবের বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব নিতে যাওয়াটা নিশ্চিত করলেন দোরিভালও, ‘‘ব্যক্তিগত স্বপ্ন পূরণ এটা। সাও পাওলোর হয়ে যে কাজ করেছি, সেসবের স্বীকৃতিতেই সম্ভব হয়েছে জাতীয় দলের কোচ হওয়া। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সমর্থকদের।’’
২২ বছরের কোচিং ক্যারিয়ারে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন দরিভাল। তবে স্বপ্ন থাকলেও ব্রাজিল জাতীয় দলের জার্সি পড়তে পারেননি সাবেক এই ফুটবলার। তার চাচা দুদু অবশ্য সেলেসাওদের হয়ে খেলেছেন ’৬০ এর দশকে।
খেলোয়াড় হিসেবে না হোক কোচ হয়ে এবার স্বপ্ন পূরণ হল দরিভালেরও।