কোস্টারিকাকে কোণঠাসা করে রেখেছিল ব্রাজিল। ৭৪ শতাংশ বলের দখল রেখে আক্রমণ করেছিল একের পর এক। গোল পায়নি তবু। গোলশূন্য ড্রতে ম্যাচ শেষ হওয়ায় এখন বিপাকে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে কাল বাংলাদেশ সময় ৭টায় হেরে গেলে বাজতে পারে বিদায়ের ঘণ্টা।
একটা ম্যাচের পারফর্ম্যান্সে অবশ্য হতাশ হচ্ছেন না ব্রাজিলিয়ান কোচ দোরিভাল জুনিয়র। বরং গোল না পেলেও কোস্টারিকা ম্যাচের পারফর্ম্যান্সে তিনি খুশি, ‘‘আমরা সবাই গত ম্যাচে একটু অন্যরকম ফল আশা করেছিলাম। আমরা যেমন পারফরম করছি, এর প্রশংসা না করে পারা যাবে না। প্রতিপক্ষকে পুরোপুরি ওদের রক্ষণে ঠেলে দিয়েছিলাম আমরা।’’
ব্রাজিল এখন পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। রাতারাতি যে একটা দল গড়ে উঠেনা সেটাও স্মরণ করিয়ে দিলেন দোরিভাল, ‘‘আমরা কেবলই কাজটা শুরু করেছি। ভারাসাম্য রেখে এগিয়ে যাচ্ছি। আমাদের শান্ত, ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী থাকতে হবে। বুঝতে হবে, এটা পরিবর্তনের সময়, পালাবাদলের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না।’’
এনদ্রিকের জায়গায় প্যারাগুয়ের বিপক্ষে একাদশে থাকবেন রোদ্রিগো। ১০ নম্বর জার্সিতে খেলা রোদ্রিগো আর কোনও অজুহাত খুঁজতে চান না, ‘‘এই ড্র আমাদের জন্য ছিল হারের মতো। আমাদের উন্নতি করতে হবে, কোনও অজুহাত দেখাতে চাই না।’’
প্রথম ম্যাচে অন্তত তিনট ভালো সুযোগ নষ্ট করেছিলেন লুকাস পাকেতা। তিনি বললেন, ‘‘আমিই পেয়েছিলাম তিনটা সুযোগ, যেগুলোতে আরও ভালো করা উচিত ছিল। অনেক দলই নিচে নেমে রক্ষণ করে, সেই দলগুলোর বিপক্ষে বক্সের বাইরে থেকে ফিনিশিংয়ে আমরা উন্নতি করতে পারি। আমরা আত্মবিশ্বাসী সেটা করব।’’