Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

গোল, অ্যাসিস্ট দুটোই করেছেন ভিনিসিয়ুস। ছবি : এক্স
গোল, অ্যাসিস্ট দুটোই করেছেন ভিনিসিয়ুস। ছবি : এক্স
[publishpress_authors_box]

নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিবর্ণ ব্রাজিলকে নিয়ে সমালোচনা হয়েছে যথেষ্ট। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সাম্বার ছন্দে খারাপ সময়টা যেন পেছনে ফেলল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ কোরিয়া ০ : ৫ ব্রাজিল

সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ছন্দ, গতি আর নান্দনিক ফুটবলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল। জোড়া গোল করেছেন রোদ্রিগো ও এস্তেভাও। গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। গোলের পাশাপাশি চোখ ধাঁধানো ফুটবলে নতুন বার্তাই যেন দিল সেলেসাওরা।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ কাতার বিশ্বকাপে ৪-১ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ খেলল যেন সেই ছন্দেই। ৫৮.৭ শতাংশ বলের দখল রেখে পোস্টে ১৪ শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছিল তারা। কোরিয়া সেখানে লক্ষ্যে শট নিতে পেরেছিল কেবল একটি।

জোড়া গোল করেছেন রোদ্রিগো। ছবি : এক্স

ব্রাজিলের পরের প্রীতি ম্যাচ ১৪ অক্টোবর, প্রতিপক্ষ জাপান। আজ জাপান ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ের বিপক্ষে।

১৩ মিনিট ব্রুনো গিমারেসের ডিফেন্সচেরা পাস ধরে নিঁখুত ফিনিশিংয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও। ১৭ মিনিটে কাসেমিরোর হেড জালে জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি ব্রাজিল।

৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ভিনিসিয়ুসের পাস ডামি করে কাসেমিরোর জন্য ছেড়ে দেন রোদ্রিগো। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রোদ্রিগো।

কার্লো আনচেলত্তির শিষ্যরা ৪৭ মিনিটে ৩–০ গোলে এগিয়ে যায় এস্তেভাওয়ের লক্ষ্যভেদে। ৪৯ মিনিটে ভিনিসিয়ুসের পাসে ব্রাজিলকে ৪-০’তে এগিয়ে দেন রোদ্রিগো। ৭৭ মিনিটে কোরিয়ার জালে শেষ পেরেকটি ঠুকেন ভিনিসিয়ুস।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত