ফুটবল মাঠে সাম্বার ঢেউ তোলা, ব্রাজিলের ফুটবল থেকে এমন সৌন্দর্য হারিয়ে গেছে সেই কবে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের মতো খেলোয়াড় থাকলেও বলা হচ্ছে, এই দলটাই ব্রাজিলের সর্বকালের জঘন্য!
ব্রাজিল ১ : ১ উরুগুয়ে
ব্রাজিলের অনেক সমর্থক পারফরম্যান্সের উন্নতি না হলে দলের খেলা না দেখার কথাও বলেছেন। অধিনায়ক ও ডিফেন্ডার মারকিনুস অবশ্য আকুতি জানিয়েছিলেন সমর্থকদের পাশে থাকার।
🚨🇺🇾 WHAT A GOAL FROM VALVERDE AGAINST BRAZIL! 🤯pic.twitter.com/LoHG7cR69g
— Tekkers Foot (@tekkersfoot) November 20, 2024
সালভাদরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে সমর্থকরা গলাও ফাটিয়েছেন ব্রাজিলের হয়ে।
লাভ হয়নি তাতেও। ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ৫৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট শটে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন ফেদে ভালভার্দে। ৬২ মিনিটে দূরপাল্লার আরেক শটে সমতা ফেরান গেরসন।
🚨🇧🇷 GOAL | Brazil 1-1 Uruguay | Gerson
— Tekkers Foot (@tekkersfoot) November 20, 2024
GERSON HAS EQUALIZED WITH A BEAUTIFUL GOAL FOR BRAZIL!pic.twitter.com/RvRkfKWBdE
আগের ম্যাচে ১০ জনের ভেনেজুয়েলার সঙ্গে ড্র করা ব্রাজিল পয়েন্ট হারাল বছরের শেষ ম্যাচেও। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে পাঁচ নম্বরে। ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে এখন দুইয়ে।
গোলে সমতা থাকলেও ঘরের মাঠে ৬১.৫ শতাংশ বলের দখল রেখে পোস্টে ১৮টি শট নিয়েছিল ব্রাজিল,এর তিনটি ছিল লক্ষ্যে। উরুগুয়ে ৮টি শট পোস্টে নিয়ে লক্ষ্যে রেখেছিল ২টি।
৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। বিরতির আগে রাফিনিয়ার কর্নারে ইগো জেসুসের হেড উরুগুয়ে গোলরক্ষক ঠেকালে গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির আগে পুরো ম্যাচেরই লক্ষ্যে প্রথম শট ছিল সেটা!
প্রতিআক্রমণে খেলা উরুগুয়ে এগিয়ে যায় ৫৫তম মিনিটে। ডি বক্সের বাইরে থেকে আগুনে শটে জাল খুঁজে নেন ফেদে ভালভের্দে।
VALVERDE WITH A STUNNER VS. BRAZIL 🔥 pic.twitter.com/BseWvxQQPf
— ESPN FC (@ESPNFC) November 20, 2024
৬২তম মিনিটে রাফিনিয়ার ক্রস হেডে ক্লিয়ার করেছিলেন রোদ্রিগো বেন্তানকুর। ডি বক্সের মাথায় সেটা পেয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন গেরসন।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দানিলোর মিসে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ব্রাজিলের। ভিনিসিয়ুস বরাবরের মতোই ছিলেন বিবর্ণ। তিনি কয়েকটি সুযোগ নষ্ট না করলে ড্রর হতাশায় পুড়তে হতো না ব্রাজিলকে।