কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে হোঁচট খেল ব্রাজিল। গত ৮ জুন মেক্সিকোর বিপক্ষে এনদ্রিকের ইনজুরি টাইমের গোলে ৩-২’এ জিতেছিল ব্রাজিল। তবে শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্র ১-১ গোলে রুখে দিয়েছে সেলেসাওদের।
এর আগে ব্রাজিলের বিপক্ষে ১৯ ম্যাচের ১৮টিই হেরেছিল যুক্তরাষ্ট্র। ব্রাজিলের একমাত্র হারটি ১৯৯৮ কনকাক্যাফ গোল্ড কাপ সেমিফাইনালে। এরপর টানা ১১ হারের পর এটাই প্রথম ড্র তাদের। সবমিলিয়ে দুই দলের ২০ ম্যাচে ব্রাজিলের জয় ১৮, ড্র ১ আর হার ১টি।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নার সেভ করেন ১১টি। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে টিম হাওয়ার্ডের ১৫ সেভের পর যা যুক্তরাষ্ট্রের কোনও গোলকিপারের সর্বোচ্চ।
ব্রাজিল ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল রদ্রিগোর গোলে। রিয়াল মাদ্রিদ উইঙ্গার গোল করেন বার্সার রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের নীচু শটে।
Rodrygo.
— B/R Football (@brfootball) June 12, 2024
Clinical 🎯
Watch USA vs. Brazil on TNT, Max or truTV 📺 pic.twitter.com/d56TlMFRpP
সমতায় ফিরতে বেশি সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ২৪ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের ফ্রিকিকে সমতা ফিরে ১-১’এ। মিডফিল্ডার হোয়াও গোমেজ বক্সের বাইরে পুলিসিচকে ফাউল করাতেই ফ্রি কিক পেয়েছিল তারা। মানবদেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ানো শটে লক্ষ্যভেদ করেন এসি মিলানের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
🚨 CHRISTIAN PULISIC FREE KICK AGAINST BRAZIL 🚨
— B/R Football (@brfootball) June 12, 2024
Watch USA vs. Brazil on TNT, Max or truTV 📺 pic.twitter.com/EicP9We7Q2
৬৮ মিনিটে পুলিসিচের দারুণ একটা প্রচেষ্টা ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। ব্রাজিল-যুক্তরাষ্ট্র তৈরি করেছিল আরও কয়েকটি সুযোগ। তবে লক্ষ্যভেদ করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচটি।
২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। এর আগে এটাই শেষ ম্যাচ ব্রাজিলের। ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা অভিযান।