Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
রদ্রিগেস ফিরছেন

আদালতের রায়ে ব্রাজিল ফুটবলে নতুন মোড়

রদ্রিগেস
[publishpress_authors_box]

শঙ্কার মেঘে ছেয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল। আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেসকে সরানো হলে ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে পড়ে তারা। এমনকি সতর্ক করে চিঠিও পাঠিয়েছিল ফিফা। অবশেষে কিছুটা স্বস্তি পেতে পারে সিবিএফ।

নতুন রায় পক্ষে গেছে রদ্রিগেসের

গতকাল বৃহস্পতিবার  রদ্রিগেসকে দায়িত্বে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক  গিলমার মেন্দেস । তাতে পরিস্থিতি নিয়েছে নতুন মোড়। তিনি রায়ে লিখেছেন, “রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায় স্থগিত করছি আমি। পুনর্বহালের আদেশ দিচ্ছি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিতকে।’’

রায় কার্যকর হবে যে শর্তে

 অস্থায়ী এই আদেশ কার্যকরও হয়ে গেছে। তারপরও ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা কাটছে না। এজন্য অপেক্ষা করতে হবে আরও। ব্রাজিলের সর্বোচ্চ আদালতের অন্য ১০ বিচারক মেন্দেসের রায় বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দেবেন। রায়ের সেই দিন ঠিক হয়নি এখনও। সেই রায় পক্ষে গেলেই শঙ্কার মেঘ কেটে যাবে পুরোপুরি।

কি ঘটেছিল

 ২০২১ সালের সেপ্টেম্বরে রোজেরিও ক্যাবোকলো যৌন কেলেঙ্কারির জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সিবিএফের দায়িত্ব পান এদনালদো রদ্রিগেস। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে প্রেসিডেন্ট হন তিনি। ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে তার।

তবে  সিবিএফের কিছু নির্বাহী কর্মকর্তা রদ্রিগেসের বিরুদ্ধে এনেছিলেন অনিয়মের অভিযোগ, যা গড়ায় আদালত পর্যন্ত। গত ৭ ডিসেম্বর রিও ডি জেনিরোর আদালত থেকে নির্দেশনা আসে, রদ্রিগেসকে ছাঁটাই করে ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার। এ সময়ে সিবিএফের দায়িত্বপালন করবেন দেশটির ক্রীড়া আদালতের প্রধান জোসে পারদিজ। তার অধীনেই হবে নতুন নির্বাচন।

ফিফার চিঠি

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রদ্রিগেস, কিন্তু সেখানেও আগের রায় বদলানো হয়নি। এরপরই নড়েচড়ে বসে ফিফা। সিবিএফকে সতর্ক করে চিঠি পাঠায় তারা।

সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সিবিএফ-এ বাইরের হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। নতুন রায়ে দায়িত্ব ফিরে পেলে, নিষেধাজ্ঞার শঙ্কা কাটবে ব্রাজিলের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত