দাঁত তুলেছেন কিলিয়ান এমবাপ্পে। তাই খেলতে পারেননি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। তাকে কি, এনদ্রিক আছেন না! রিয়াল মাদ্রিদের জার্সিতে অন্যতম সেরা রাত কাটালেন এই ব্রাজিলিয়ান। তার একমাত্র গোলেই কোপা দেল রে’র ফাইনালে এক পা দিয়ে রেখেছে মাদ্রিদের ক্লাবটি।
সান সেবাস্তিয়ানে সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতেছে রিয়াল। গোলসংখ্যা আরও বাড়তে পারতো যদি স্বাগতিক গোলকিপার আলেক্স রেমিরো ও বারপোস্ট বাঁধা হয়ে না দাঁড়াতো। এরপরও এনদ্রিকের গোলটিই সুবিধাজনক অবস্থানে রেখেছে লস ব্লাঙ্কোদের। কারণ ১ গোলে এগিয়ে থেকে ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে। নিজেদের মাঠে রিয়ালের যে আধিপত্য, তাতে ফাইনালের হিসাব তাদের এখন আরও সহজ।
⏸️ @RealSociedadEN 0-1 @RealMadridEn
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 26, 2025
⚽ 19' @Endrick
👉 @Emirates pic.twitter.com/5DYGnQAnij
ফর্মের তুঙ্গে রয়েছেন এমবাপ্পে। কিন্তু সোসিয়েদাদের মাঠে তাকে পায়নি রিয়াল। ফরাসি ফরোয়ার্ডের জায়গা পূরণ করেছেন ১৮ বছর বয়সী এনদ্রিক। গতি ও বল নিয়ন্ত্রণের দক্ষতা এই ম্যাচে নতুন করে দেখালেন তিনি। ম্যাচঘড়ির ১৯তম মিনিটে রিয়াল এগিয় যায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে। জুড বেলিংহামের বাড়ানো লম্বা বল চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে ক্ষীপ্রগতিতে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এনদ্রিক।
তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে বেলিংহামও কাটিয়েছেন মনে রাখার মতো এক ম্যাচ। কেবল গোলটাই পাওয়া হয়নি ইংলিশ মিডফিল্ডারের। মাঝমাঠ সামলানোর সঙ্গে আক্রমণে জোর বাড়িয়েছেন তিনি। বেলিংহামের লক্ষ্যে রাখা দুটি শট গোল হয়নি সোসিয়েদাদ গোলকিপারের অবিশ্বাস্য সেভে।
৫০ মিনিটে তো ব্যবধান দ্বিগুণ প্রায় হয়েই যাচ্ছিল রিয়ালের। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বল পেয়ে এনদ্রিক যে শট নিয়েছিলেন, কাঁপিয়ে দেয় বারপোস্ট। এর আগে ভিনির একটি শটও কোনোরকমে ফিরিয়েছিলেন সোসিয়েদাদ গোলকিপার।