Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কী বলেছিলেন লুলা, যে কারণে ইসরায়েল করেছে অবাঞ্ছিত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের সঙ্গে জার্মানিতে নাৎসি বাহিনীর গণহত্যার তুলনা করে ইসরায়েলে অবাঞ্ছিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

ইসরায়েল মনে করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ইহুদি নিধনকে হালকা করে দেখছেন প্রেসিডেন্ট লুলা। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের নির্দেশে ৬০ লাখ ইহুদিকে কাঠামোগতভাবে হত্যা করা হয়। 

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১ জানুয়ারি থেকে ৩৭তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি এক ফাঁকে সংবাদ সম্মেলনে হাজির হন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা।

সেখানে তিনি বলেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনের জনগণের সঙ্গে যা হচ্ছে, তা ইতিহাসে কখনও ঘটেনি। না, আসলে আগে একবার ঘটেছিল, যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নেন।”

লুলার এমন বক্তব্যে ক্ষেপে যায় ইসরায়েল। লুলাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

প্রেসিডেন্ট লুলার এই বক্তব্যের পরের দিন সোমবার ব্রাজিলের রাষ্ট্রদূতকে জেরুজালেমের ইয়াদ ভাসেম গণহত্যা স্মৃতিসৌধে তলব করে তিরস্কার করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বলেন, “প্রেসিডেন্ট লুলা গুরুতর ইহুদিবিদ্বেষী আক্রমণ করেছেন। এটি আমরা ভুলব না। ক্ষমাও করব না। প্রেসিডেন্টকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। নয়ত ইসরায়েল তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে দেখবে।”

লুলার বক্তব্যকে ‘অসম্মানজনক ও গুরুতর’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের দক্ষিণে গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানিয়েছিলেন লুলা। ওই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েল এরপর যে সামরিক অভিযান শুরু করে, তার প্রতিবাদেও সোচ্চার ৭৮ বছর বয়সী লুলা।         

হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের ১ হাজার দুইশর বেশি মানুষ নিহত হয়। তাদের অধিকাংশই বেসামরিক। একই সঙ্গে সেদিন ২৫৩ ইসরায়েলিকে জিম্মি করে হামাস।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি।

তথ্যসূত্র : রয়টার্স, আল জাজিরা

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত