Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ

খন্দকার রাশেদ মাকসুদ
বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

মাসরুর রিয়াজ রাজি না হওয়ার পর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য খন্দকার রাশেদ মাকসুদকে খুঁজে নিল সরকার।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে (আইএফসি) কর্মরত রাশেদ মাকসুদকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে রবিবারই প্রজ্ঞাপন হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারির আগে মাসরুর রিয়াজকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।

রাশেদ মাকসুদ আইএফসিতে যোগ দেওয়ার আগে আগে সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসিতে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসাবে কাজ করে আসছিলেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ আগস্ট পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল।

ড. এম মাসরুর রিয়াজ।
ড. এম মাসরুর রিয়াজ।

কিন্তু তার ওই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। ফেইসবুকে অনেকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, পুঁজিবাজারের আলোচিত নাম সালমান এফ রহমানের সঙ্গে মাসরুরের সম্পর্ক থাকার কথা তোলেন। দুজনের ঘনিষ্ঠতার নজির হিসাবে তাদের ছবিও দেন কেউ কেউ।

এরপর বিএসইসির কর্মকর্তাদের একাংশ মাসরুর রিয়াজের নিয়োগ নিয়ে আপত্তি তোলে। সেই আপত্তির মুখে নতুন কর্মস্থলে যোগদান করেননি তিনি।

এরমধ্যে গত ১৪ আগস্টই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইট থেকে মাসরুরের নিয়োগের প্রজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়।

সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “তার (মাসরুর রিয়াজ) বিষয়ে কিছু প্রশ্ন আছে। সে বিষয়টি আমি দেখব। দেখে দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব।”

এরপর শনিবার বিএসইসিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়ে দেন মাসরুর।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে বলেন, তিনি সরকারি কোনও দায়িত্ব না নিয়ে বাইরে থেকেই কাজ করতে চান।

এই পরিস্থিতিতে রবিবার বিকালে খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি থেকে এমবিএ করা রাশেদ মাকসুদ ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১ আগস্ট পর্যন্ত বহুজাতিক সিটি ব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের পদে ছিলেন।

২০১৮ সালের এপ্রিলে তিনি বেসরকারি এনআরবিসি ব্যাংকে এমডি হিসাবে যোগ দেন। ২০২০ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দিয়ে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বেসরকারি এই ব্যাংকে ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত