বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য পদে আরেক চক্ষু বিশেষজ্ঞ আসতে যাচ্ছেন।
অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক এই দায়িত্ব পেতে যাচ্ছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র সকাল সন্ধ্যাকে জানিয়েছে।
অধ্যাপক দীন মোহাম্মদও সকাল সন্ধ্যাকে বলেছেন, নিয়োগ পাচ্ছেন বলে তিনিও খবর পেয়েছেন।
বাংলাদেশের চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিএসএমএমইউর উপাচার্য পদে এখন রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। তার মেয়াদ আগামী ২৮ মার্চ শেষ হবে।
ফলে নতুন উপাচার্য কে হচ্ছেন, তা নিয়ে চিকিৎসক মহলে কৌতূহল চলছে।
এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই সূত্র সকাল সন্ধ্যাকে জানায়, নতুন ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক। এ সংক্রান্ত প্রজ্ঞাপন যে কোনও সময় জারি হবে।
অধ্যাপক দীন মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চক্ষু চিকিৎসক। চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সুপরিচিত। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী তাকে ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ডও দিয়েছেন।
কিশোরগঞ্জের সন্তান ডা. দীন মোহাম্মদ নিজ এলাকায় ‘ননী ডাক্তার’ নামে পরিচিত।
নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “খবরটা আমিও পেয়েছি। তবে প্রধানমন্ত্রী কনফার্ম না করা পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না। আমার নাম পাঠানো হইছে। প্রধানমন্ত্রী কনফার্ম করলে এটা কনফার্ম হবে আর কী।”
অধ্যাপক শারফুদ্দিন আহমেদের বিএসএমএমইউ পরিচালনা নিয়ে চিকিৎসকদের মধ্যে সমালোচনা রয়েছে।
দায়িত্ব নেওয়ার পর কীভাবে তা মোকাবেলা করবেন- প্রশ্নে দীন মোহাম্মদ বলেন, “এ ধরনের কোনও কিছুই হবে না। যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে চাইব, এই প্রতিষ্ঠান একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে, সবদিক দিয়ে।
“প্রধানমন্ত্রী যা করছেন এই দেশের জন্য, তার সঙ্গে কাজ করা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউট করার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই চেষ্টাটাই করব।”