Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিএসএমএমইউতে ভিসিসহ ৬ জনের পদত্যাগ

দীন মোহাম্মদ
ডা. দীন মোহাম্মদ নুরুল হক
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরসহ আরও ৫ জন তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তারা হলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান এবং অধ্যাপক মো. মনিরুজ্জামান খান।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে শুরু হয় রদবদল। কেউ কেউ বাধ্য হন পদত্যাগ করতে আবার অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রোভিসি, প্রক্টররাও।

প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধানদের পদত্যাগের খবর আসছে। সেই তালিকাতেই নতুন সংযোজন দীন মোহাম্মদ নূরুল হকসহ অন্যরা।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন ভিসি দীন মোহাম্মদ নূরুল হক। চলতি বছরের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান দীন মোহাম্মদ নূরুল হক।

প্রোভিসি অধ্যাপক মো. আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে দেওয়া পদত্যাগপত্রে লিখেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।  

পদত্যাগকারী প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল সকাল সন্ধ্যাকে বলেন, “আমি শনিবার পদত্যাগ করেছি। সেই সঙ্গে আমাকে চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করতে হয়েছে।”

অধ্যাপক হাবিবুর রহমান দুলাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। কেন পদত্যাগ করতে হলো? এমন প্রশ্নে তিনি বলেন, “যারা ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে, তাদের জন্যই করতে হলো।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত