Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রথমবারের মতো বিএসপিএ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

bspa3
[publishpress_authors_box]

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় আজ (বৃহস্পতিবার) জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমবারের মতো এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, নিউরোলজি বিভাগের ডা. রাশেদুল ইসলাম, নাক-কান-কলা বিভাগের ডা. বাধন কুমার দে, ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চক্ষুবিভাগের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ, নেফ্রোলজি বিভাগের ডা. তোফায়েল আহমেদ চৌধুরী ও কার্ডিওলজি বিভাগের ডা. ইশা আব্দুল্লাহ আলী।

 এর আগে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বিএসপিএকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে বিএসপিএ সদস্যদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

এই ক্যাম্প আয়োজনে বিশেষ সহযোগিতা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাউন্সিল সদস্য ও বিএসপিএ কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত