খবর ও তথ্যের বিষয়ে সহযোগিতা জোরদারে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) মধ্যে বুধবার দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের দায়িত্বশীল প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
সমঝোতা স্মারকের অধীনে, বাসস ও সিনহুয়া তাদের নিজ নিজ দেশের আইন ও তাদের নিজস্ব নীতি অনুযায়ী সংবাদ ও তথ্যের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে।
এছাড়া, সংবাদ সংস্থাগুলি পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় করবে এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে এই ধরনের সফরের জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি প্রচারের বিষয়ে মতামত বিনিময় করবে।
চুক্তি অনুযায়ী, সিনহুয়া বাসসের সঙ্গে বহুমাতৃক ও বিস্তৃত সহযোগিতা পরিচালনা করবে; যার মধ্যে সংবাদ, তথ্য ও তথ্য পণ্যের আদান-প্রদানে সীমাবদ্ধ না থেকে সাংবাদিক, সম্পাদক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ব্যক্তিগত বিনিময়, প্রশিক্ষণ ও সেমিনার পরিচালনা করবে।
বাসস ও চায়না মিডিয়া গ্রুপ প্রযুক্তিগত আদান-প্রদান ও সহযোগিতা বিশেষ করে মিডিয়া প্রযুক্তিতে উদ্ভাবন ও উন্নয়ন জোরদার করবে।
তথ্যসূত্র : বাসস