দেশের উদ্যোক্তাদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে না পারলে আগের দামই রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।
১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন উপলক্ষে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি খোকন বলছেন, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে ভুগছে এ খাত। এ সংকটের সমাধান না হলে এ ধরনের মেলা আয়োজন করেও কাঙিক্ষত বিনিয়োগ আসা নিয়ে সংশয় রয়েছে।
মিল বন্ধ থাকায় উৎপাদন না করতে পারায় সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, যা আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিটিএমএর সভাপতি বলেন, “সরকার ১০০টি ইকোনেমিক জোন করছে, বিদেশি ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশি উদ্যোক্তারা গ্যাস পাচ্ছি না, বিদেশিদের গ্যাস দিবেন কোথা থেকে? আগে আমাদের সমস্যার সমাধান করা উচিত।”
২০২২ সালে বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয় উল্লেখ করে তিনি বলেন, “নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না দিলে আমি দাবি করব, আমাদের কাছে পুরাতন হারেই গ্যাসের দাম রাখা হোক।”
বিটিএমএর উদ্যোগে আগামী ১-৪ ফেব্রুয়ারি ১৮তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন হতে যাচ্ছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এ প্রদর্শনী।
বিটিএমএ সভাপতি বলেন, “আমরা যে লক্ষ্য নিয়ে এ প্রদর্শনী আয়োজন করছি, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সরবরাহ নিশ্চিত না হলে টেক্সটাইল খাতে নতুন বিনিয়োগ হবে কিনা- তা নিয়ে আমাদের সংশয় রয়েছে।”
তিনি বলেন, গত এক মাস বা তারও বেশি সময় চট্টগ্রাম, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলগুলোয় সরবরাহকৃত গ্যাসের গড় পিএসআই ০-২। শুধু নারায়ণগঞ্জের বিসিক ও আশপাশের এলাকায়ই গত ১৫ দিন গ্যাস বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ না থাকায় মিলগুলোর উৎপাদন শূন্যের কোটায়। মাঝেমধ্যে গ্যাস সরবরাহ থাকলেও চাপ উঠানামার কারণে মিলের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ কারণে রপ্তানিমূখী পোশাক শিল্পে প্রয়োজনীয় সুতা ও কাপড় সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
বিটিএমএ সভাপতির অভিযোগ, গ্যাস না থাকলেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। গ্যাস সংকটের কারণে বয়লার চালু করা সম্ভব হচ্ছে না। ফলে ফেব্রিক প্রসেসিং বন্ধ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘মেলা নিয়ে যেমন সংশয় আছে, তেমনি মেলাটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই করছেন’ বলে জানান বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।
তিনি বলেন, ‘এবারের মেলায় বিশ্বের টেক্সটাইল যন্ত্রপাতি প্রস্তুতকারকরা আসছেন। ফলে নতুন কোনও টেকনোলজির নতুন কোনও উদ্ভাবনী দ্বারা এ সংকট সমাধানে কোনও না কোনও পথ এ দেশের উদ্যোক্তারা খুঁজে পেতে পারে।”
সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রদর্শনীতে বিশ্বের ৩২টি দেশের টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বিটিএমএএর সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে চাও চাও ইন্টারন্যাশনাল ও ইয়র্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি। ২০০৪ সাল থেকে বিদেশি কোম্পানি দুটি এই মেলার সহ-আয়োজক হিসেবে আছে।