নাম তার রাম বাহাদুর বোমজন। ‘লিটল বুদ্ধ’, ‘বুদ্ধের অবতার’ সহ নানা নামে ডাকা হতো তাকে। হৈ চৈ ফেলে দিয়েছিলেন সারাবিশ্বে। তাকেই নেপালের একটি আদালত শিশু ধর্ষণের ঘটনায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
২০০৫ সালে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন বোমজন। তখন তার বয়স ছিল ১৫ বছর। প্রায় ১০ মাস ধরে নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঘন জঙ্গলে ধ্যান করেন তিনি।
১০ মাস ধরে পানীয়-খাবার কিছুই খায়নি নেপালের রত্নাপুরী শহরের বাসিন্দা বোমজন- এমন কথা রটে যাওয়ার পর রাতারাতি তাকে ঘিরে নানা কাহিনী গড়ে উঠতে শুরু করে।
বোমজনকে বহু মানুষ গৌতম বুদ্ধের পুনর্জন্ম মনে করতে শুরু করেন। তাকে ঘিরে নির্মাণ শুরু হয় একাধিক আশ্রমের। সেসব আশ্রমে ভক্তের সমাগম হতেও বেশি সময় লাগেনি। নানা বয়সের নারী-পুরুষ ‘বুদ্ধ বয়ের’ সেবায় নিজেকে সমর্পণ করেন।
প্রায় ২০ বছর আগে দেশ-বিদেশে আলোড়ন ফেলা বোমজন এ বছরের শুরুতে ফের সংবাদমাধ্যমের শিরোনাম হন।
শিশু ধর্ষণের মতো গুরুতর অভিযোগের কারণে খবর হন বোমজন। কেবল এ বছর নয়, এক দশকের বেশি সময় ধরে তার বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, গুমসহ আশ্রমের অনুগামীদের মারধর করারও অভিযোগ আছে।
এনডিটিভি জানিয়েছে, ২০১০ সালে প্রথম বোমজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মারধরের অভিযোগ ওঠে। এ বিষয়ে বোমজনের সাফাই ছিল, অভিযোগ করা ব্যক্তিদের তিনি মারধর করেছিলেন কারণ তারা তার ধ্যানে বিঘ্ন ঘটিয়েছিল।
২০১৮ সালে আশ্রমের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে বোমজনের বিরুদ্ধে।
পরের বছর বোমজনের একটি আশ্রম থেকে চার অনুগামী উধাও হওয়ার ঘটনায় ভুক্তভোগীদের পরিবার তার বিরুদ্ধে মামলা করে। পুলিশ এ নিয়ে তদন্তও শুরু করে।
এ বছরের জানুয়ারি পর্যন্ত ওই চার অনুগামীর খোঁজ পাওয়া যায়নি বলে জানান নেপালের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর কর্মকর্তা দীনেশ আচার্য।
বোমজনের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় বেশ কয়েক বছর ধরে পলাতক ছিলেন তিনি। এ বছরের জানুয়ারিতে রাজধানী কাঠমান্ডুর উপকণ্ঠে এক বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর শুরু হয় বোমজনের বিচার। সিএনএন জানিয়েছে, আশ্রমের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সোমবার দোষী সাব্যস্ত হয়েছেন বোমজন। তাকে ১০ বছর কারাদণ্ড দেয় নেপালের একটি বিচারিক আদালত।
একই সঙ্গে এই মামলায় ভুক্তভোগীকে ৩ হাজার ৭৫০ ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয় বলে জানান নেপালের দক্ষিণাঞ্চলের সারলাহি জেলা আদালতের কর্মকর্তা সিকিন্দার কাপার।
আদালতের রায়ের বিষয়ে ৩৩ বছর বয়সী বোমজনের মন্তব্য চেয়েও পায়নি রয়টার্স। তবে তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বোমজন।