রাজনৈতিক পটপরিবর্তনের পর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পালাবদলের ধারায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটেও নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন।
উপ-উপাচার্য (প্রোভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন হয়।
তাতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে এই নিয়োগ দুটি দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৮ আগস্ট বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেন।
অধ্যাপক বদরুজ্জামান এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছেন। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোনও সময় নিয়োগ বাতিল করতে পারবেন।
উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি অন্য সুবিধাও পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে অধ্যাপক বদরুজ্জামানকে।
অধ্যাপক হাসিব চৌধুরীকেও আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।