১২ জানুয়ারি ছিল আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল পাঠানোর শেষ দিন। তবে ভারত দল ঘোষণা করেনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর ছিল, ১৯ জানুয়ারি পর্যন্ত নাকি আইসিসির কাছে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ হিসেবে বলা হচ্ছিল জসপ্রিত বুমরার ইনজুরি। ভারতের অপেক্ষা ‘মধুর’ হয়েছে। ডানহাতি পেসারকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিসিআই।
বুমরার সঙ্গে স্পিনার কুলদীপ যাদবকে নিয়েও শঙ্কা ছিল। তবে এই রিস্ট স্পিনারও যাচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এদিকে প্রথমবার ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠা এই তরুণের ওয়ানডে দলের দরজা খুলল চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।
তবে ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটের সবচেয়ে বড় প্রতিযোগিতায় সুযোগ হয়নি মোহাম্মদ সিরাজের। তাকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন আর্শদীপ সিং।
India's squad for the #ChampionsTrophy 2025 announced! 💪 💪
— BCCI (@BCCI) January 18, 2025
Drop in a message in the comments below 🔽 to cheer for #TeamIndia pic.twitter.com/eFyXkKSmcO
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। পিঠের সমস্যার কারণে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। একই সমস্যায় চ্যাম্পিয়নস ট্রফি মিস করতে পারেন ডানহাতি পেসার- এমন খবর ছাপা হচ্ছিল ভারতীয় মিডিয়ায়। তবে সব শঙ্কা উড়িয়ে তাকে নিয়েই দল ঘোষণা করেছে বিসিসিআই।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের এই দলটিই খেলবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এজন্য তার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে হরষিত রানাকে। অন্যদিকে গত নভেম্বরে হার্নিয়া সার্জারির পর থেকে মাঠের বাইরে রয়েছেন কুলদীপ। তবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) ফিটনেস পরীক্ষার পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ছাড়পত্র মিলেছে বাঁহাতি স্পিনারের।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকবেন শুবমান গিল। ওপেনিংয়ে তাদেরই দেখা যাওয়ার কথা। তবে এই জায়গায় ব্যাকআপ হিসেবে দলে প্রথমবার যুক্ত হয়েছেন জয়সওয়াল। ভারতের হয়ে ১৯ টেস্ট ও ২৩ টি-টোয়েন্টি খেলা জয়সওয়াল এবারই প্রথম ডাক পেয়েছেন ওয়ানডে দলে।
🔹 Yashasvi Jaiswal set for ODI debut
— ICC (@ICC) January 18, 2025
🔹 Mohammed Siraj left out
🔹 Shubman Gill named vice-captain
Rohit Sharma and chief selector Ajit Agarkar have discussed some of India’s big calls in the squad for the #ChampionsTrophy 2025 📝⬇https://t.co/iUlrNAbWKR
ব্যাটিং অর্ডারে তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারের বাকি অংশটা ২০২৩ বিশ্বকাপের মতোই। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল জায়গা ধরে রেখেছেন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ১৫ সদস্যের দলে রাহুলের সঙ্গে অন্য উইকেটকিপার ঋষভ পন্ত। আর চতুর্থ অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সামি। চ্যাম্পিয়নস ট্রফির দলেও সুযোগ পেয়ে গেছেন তিনি। তবে জায়গা হয়নি সিরাজের। তাকে বাদ দিয়ে দলে একজন বাঁহাতি পেসার রাখার পক্ষে গিয়েছেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও গেছে আর্শদীপের পক্ষে। বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন বাঁহাতি পেসার।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং।