Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কুয়াশা চিরে বুড়িগঙ্গার জেগে ওঠা

ঠান্ডার হাত থেকে বাঁচতে কেবল নিজেই শীতের পোশাক পরেননি, প্রিয় ছাগলটিকেও মুড়িয়েছেন সোয়েটারে। ছবি : হারুন-অর-রশীদ
ঠান্ডার হাত থেকে বাঁচতে কেবল নিজেই শীতের পোশাক পরেননি, প্রিয় ছাগলটিকেও মুড়িয়েছেন সোয়েটারে। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
শীতের সকালে কুয়াশামোড়া বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কামরাঙ্গীরচর থেকে ঢাকায় এসেছে পরিবারটি। শিশুদের চোখে তখনও ঘুমের রেশ। ছবি : হারুন-অর-রশীদ
শীতের সকালে কুয়াশামোড়া বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কামরাঙ্গীরচর থেকে ঢাকায় এসেছে পরিবারটি। শিশুদের চোখে তখনও ঘুমের রেশ। ছবি : হারুন-অর-রশীদ
ঠান্ডার পাশাপাশি ঢাকার বাতাস এখন বেশ দূষিত। তাই বাইরে বের হলে শিশুসহ সবারই মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ছবি : হারুন-অর-রশীদ
ঠান্ডার পাশাপাশি ঢাকার বাতাস এখন বেশ দূষিত। তাই বাইরে বের হলে শিশুসহ সবারই মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ছবি : হারুন-অর-রশীদ
শীতের সকালে মায়ের সঙ্গে বুড়িগঙ্গা পাড়ি দিয়েছে শিশুটি। ঠান্ডার হাত বাঁচাতে তাকে আপাদমস্তক মুড়িয়ে রেখেছেন মা। ছবি : হারুন-অর-রশীদ
শীতের সকালে মায়ের সঙ্গে বুড়িগঙ্গা পাড়ি দিয়েছে শিশুটি। ঠান্ডার হাত বাঁচাতে তাকে আপাদমস্তক মুড়িয়ে রেখেছেন মা। ছবি : হারুন-অর-রশীদ
যত ঠান্ডাই পড়ুক, ভোরে যাদের কাজে বের হতে হয় তারা ঠিকই বের হয়ে যান। তারপর নৌকা-বাস-রিকশার পথ পেরিয়ে পৌঁছেন যার যার গন্তব্যে। ছবি : হারুন-অর-রশীদ
যত ঠান্ডাই পড়ুক, ভোরে যাদের কাজে বের হতে হয় তারা ঠিকই বের হয়ে যান। তারপর নৌকা-বাস-রিকশার পথ পেরিয়ে পৌঁছেন যার যার গন্তব্যে। ছবি : হারুন-অর-রশীদ
ঘড়ির কাঁটায় তখন খুব সকাল। কিন্তু অন্য দিনের মতোই ব্যস্ত হয়ে পড়েছে বুড়িগঙ্গা। ছবি : হারুন-অর-রশীদ
ঘড়ির কাঁটায় তখন খুব সকাল। কিন্তু অন্য দিনের মতোই ব্যস্ত হয়ে পড়েছে বুড়িগঙ্গা। ছবি : হারুন-অর-রশীদ
কর্মজীবী মানুষ আর মুক্ত পাখি, শীত-গ্রীষ্ম-বর্ষা; ঋতু যাই হোক, তাদের সকাল হয় সবার আগে। ছবি : হারুন-অর-রশীদ

আরও পড়ুন