Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জেলায় জেলায় বার্ন ইউনিট করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁয়ে শুক্রবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সকাল সন্ধ্যা
সোনারগাঁয়ে শুক্রবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় স্বাস্থ্যখাতে কোনও ধরনের অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, “শীতের সময় পোড়া রোগীর সংখ্যা বেড়ে যায়। নারায়ণগঞ্জ শিল্পঘন এলাকা হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া রোগীদের অনেকে ঢাকায় যান চিকিৎসা নিতে। নারায়ণগঞ্জের কোনও হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কি না, এ নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।”

নারায়ণগঞ্জে বার্ন ইউনিটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “প্রথমে চিকিৎসকদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাদের নারায়ণগঞ্জের কোনও এক হাসপাতালে পাঠানো হবে। সেই হাসপাতালে খোলা হবে বার্ন ইউনিট। কেবল নারায়ণগঞ্জ নয়, দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা সরকারের আছে।”

এবারই প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সামন্ত লাল সেন। আগুনে পোড়া রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্ব সামলানো এই চিকিৎসককে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামন্ত লাল সেন।

স্বাস্থ্যখাতে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, “চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হলে তা খতিয়ে দেখা হবে। রোগীর স্বজনদেরও এক্ষেত্রে সচেতন থাকতে হবে।”

সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “সারা দেশে প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে সরকার। এতে করে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে রোগীর চাপ কমবে।”

সম্প্রতি দেশে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের উপধরন জেএন.১ শনাক্ত হওয়ায় এ বিষয়ে সতর্ক থাকতে বলেন মন্ত্রী।  তিনি বলেন, “বাংলাদেশ বা বিশ্ব থেকে করোনা এখনও শেষ হয়ে যায়নি। বয়স্ক ও নানা রোগে আক্রান্তদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।”

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বৃহস্পতিবার দেশে জেএন.১ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেএন.১ আক্রান্ত পাঁচজন ঢাকা ও ঢাকার বাইরের বাসিন্দা। সম্প্রতি তারা বিদেশেও যাননি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত