Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

মঙ্গলবার দুপুরে মেট্রোরেলের ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয় বাসটি
মঙ্গলবার দুপুরে মেট্রোরেলের ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয় বাসটি
[publishpress_authors_box]

ঢাকার আগারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস ধাক্কা দিয়েছে মেট্রোরেলের পিলারে। এতে মেট্রোর পিলার অক্ষত থাকলেও সেফটি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে গেছে। আহত হয়েছেন কয়েকজন যাত্রী।

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি ফারুকুল আলম।

তিনি বলেন, দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার পর বাসটি ফেলে পালিয়ে যায় চালক। ফলে তাকে আটক করা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় চার থেকে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নিয়েই তারা বাড়ি চলে গেছেন বলে জানান ওসি।  

বাসটির পালিয়ে যাওয়া চালক অল্প বয়সী এক কিশোর ছিল বলে জানিয়েছেন দুর্ঘটনারএক প্রত্যক্ষদর্শী।

তিনি সাংবাদিকদের বলেন, “বাসটি চালাচ্ছিল কম বয়সী কিশোর। ফাঁকা রাস্তা পেয়ে সে সম্ভবত বেপরোয়া হয়ে উঠেছিল। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

“এ ঘটনায় অন্যদের মধ্যে মা ও এক শিশু বেশি আহত হয়েছে। পরে পুলিশ এসে বাসটি নিয়ে যায়।” 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত