Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত ‘আগন্তুক’-এর ঢাকা প্রিমিয়ার

960x540-Daily images
[publishpress_authors_box]

বুসান জয় করে এবার দেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব সরকারের নির্মিত সিনেমা আগন্তুক । ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে চলচ্চিত্রটি বড় পর্দায় দেখানো হবে ১৮ জানুয়ারি বিকাল ৩টা।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে আগন্তুক প্রদর্শিত হয়। সেখানে সিনেমাটি ব্যাপক প্রসংশা অর্জন করে।

অন্যদিকে ২০২২ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে, প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছিল আগন্তুক (দ্য স্ট্রেঞ্জার) । ফিল্মবাজারের জুরি বোর্ডও সিনেমাটির প্রশংসা করে।

ফেরদৌসী মজুমদার

আগন্তুক-এর গল্প আবর্তিত হয়েছে ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। যার নাম কাজল। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। কাজল তার বাবাকে চিনতে পারে না। কারণ, সে অনেক দিন পরপর বাড়িতে আসে।

এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান প্রমুখ।

শাহানা রহমান সুমি

আগন্তুক নিয়ে কথা হয় অভিনেত্রী শাহানা রহমান সুমির সঙ্গে। যিনি এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আগন্তুক ছোট একটা পরিবারের গল্প। পরিবারের প্রতিটা মানুষ এখানে আলাদা আলাদা। সুখ শান্তিময় কোন পরিবার আসলে এটা না। পরিবারের প্রতিটা মানুষই যেন এই সংসারে আগন্তুকের মতোই থাকে,” সকাল সন্ধ্যাকে তিনি বলেন।

আগন্তুক প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত