তবে বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া সেই নির্দেশনার কোনও প্রতিফলন দেখা যায়নি শুক্রবার। নিউমার্কেট থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদপথ আটকে ঠিকই কেনাবেচা চালিয়ে যাচ্ছেন এই বিক্রেতা। গুলিস্তান থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদ রেহাই পাচ্ছে না ফুটপাতও। ফলে পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে যাচ্ছে। গুলিস্তান থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদজামা-কাপড় থেকে শুরু করে জুতা, পথ আটকে সবকিছুর পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। বায়তুল মোকাররম এলাকা থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদক্রেতা-বিক্রেতারা জায়গা দখল করে থাকায় পথচারীদের হাঁটতে হয় মূল রাস্তা ধরে। ছবি তুলেছেন হারুন অর রশীদ