Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাফজয়ী নারী ফুটবলারদের শনিবার সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

saff women
[publishpress_authors_box]

সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাওয়া তথ্যের বরাতে জানিয়েছে বাসস।

নেপালের বিপক্ষে বুধবার টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ ছড়িয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন নারী ফুটবলাররা। এবার স্বাগতিকদের বিপক্ষে তাদের জয় ২-১ গোলের ব্যবধানে। দুপুরে ঢাকা বিমানবন্দরে পা রাখার পর ফুটবলারদের গতবারের মতো ছাদ খোলা বাসে বরণ করে নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে নারী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবলারদের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন।

ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নারী ফুটবলারদের তার বাসভবনে নিমন্ত্রণ করেছেন বলেও অনুষ্ঠানে জানান ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন। মেয়েরা সেদিন স্যারের সঙ্গে দেখা করবেন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত