Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

আহতদের দেখতে শনিবার নিউরোসায়েন্স হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সকাল সন্ধ্যা
আহতদের দেখতে শনিবার নিউরোসায়েন্স হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আহতদের দেখতে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার এই হাসপাতালে গিয়ে তিনি আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা দেখেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা দেখেন ড. ইউনূস।

এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন জানিয়ে দ্বীন মোহাম্মদ বলেন, ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি।

বর্তমানে এই হাসপাতালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পরিচালক।

প্রধান উপদেষ্টা যখন আহতদের দেখতে যান, তখন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের অন্য চিকিৎসরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত