হামলাকারীরা জাপার কার্যালয়ের দেয়ালে বিভিন্ন কথা লিখেছিল। শুক্রবার দলের কর্মীদের সেগুলো সাদা কালিতে মুছতে দেখা যায় । ছবি : জীবন আমীরভেঙে ফেলা জাতীয় পার্টির লোগো ও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছবি মেরামতে সময় লাগবে। ছবি : জীবন আমীরঢাকার শাহবাগে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির ৩য় কেন্দ্রীয় কাউন্সিলে তুলে ধরা হয় নানা দাবি। ছবি : জীবন আমীরঢাকার চানখারপুলে ফ্লাইওভার থেকে নামার সময় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি প্রাইভেট কার। এতে আহত হন কয়েকজন। ছবি : জীবন আমীরদুর্ঘটনায় রাস্তা আটকে যাওয়ায় তৈরি হয় লম্বা যানজট। ছবি : জীবন আমীর