কোয়ারেন্টিন,নিভৃত বাস, একা একা সপ্তাহ পার-নতুন কত কী যে শিখিয়েছে করোনা। এই মহামারির প্রকোপ কমেছে, তেমনি কমেছে ভীতিও। তাই এখন করোনা নিয়েও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছেন কেউ কেউ।
এর সর্বশেষ সংযোজন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনের ডে নাইট টেস্টটা তিনি খেলছেন করোনা নিয়েই। তবে করোনাবিধি মানায় মাঠে একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপ হয়ে আছেন গ্রিন। ম্যাচ শুরুর আগে সবাই যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তখন একা বেশি খানিকটা দূরে গ্রিন! এই ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Hazlewood shoos away the Covid-positive Green! 🤪 #AUSvWI pic.twitter.com/iQFbbKfpwV
— cricket.com.au (@cricketcomau) January 25, 2024
ভাইরাল হয়েছে আরেকটা ভিডিও। জস হ্যাজেলউডের বলে ক্রেগ ব্রাথওয়েট আউট হওয়ার পর সতীর্থরা এগিয়ে এসেছিলেন অভিনন্দন জানাতে। এগিয়ে এসেছিলেন গ্রিনও। কিন্তু করোনা আক্রান্ত বুঝতে পেরে থেমে যান তিনি। হ্যাজেলউডও মজা করে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেন তাকে। হাসির রোল উঠে খেলোয়াড়দের মধ্যে।
ব্রিসবেন টেস্টে একটা সময় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেটে ১৪৯ রানের জুটিতে বিপর্যয়টা কাটান কাভেম হজ ও জশুয়া ডা সিলভা। ৭৯ রান করা সিলভাকে এলবিডাব্লিউ করে জুটিটা ভাঙেন নাথান লায়ন।