Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

উরুগুয়ে-পরীক্ষায় সমর্থকদের বিশ্বাস কি ফেরাতে পারবে ব্রাজিল?

বার্সেলোনার ফর্ম ব্রাজিলে ধরে রেখেছেন  রাফিনিয়া। ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদের ফর্ম কি ফিরবে জাতীয় দলে? ছবি: এক্স
বার্সেলোনার ফর্ম ব্রাজিলে ধরে রেখেছেন রাফিনিয়া। ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদের ফর্ম কি ফিরবে জাতীয় দলে? ছবি: এক্স
[publishpress_authors_box]

লুইস সুয়ারেস ভীষণ ক্ষুব্ধ উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার ওপর। ওদিকে ব্রাজিলের সমর্থকরা তাদের কোচ দোরিভাল জুনিয়রের ওপর আস্থা রাখতে পারছেন না। লাতিন আমেরিকা অঞ্চলের দুই দলের কোচেরা চাপে আছেন। এই চাপ থেকে একজনের মুক্তি মিলতে পারে বুধবার (১৯ নভেম্বর)। এদিন বাংলাদেশ সময় সকাল ৬-৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-উরুগুয়ে।

সালভাদরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি যে দল জিতবে, তাদের কোচের কাঁধ থেকে বড় বোঝা নামবে নিঃসন্দেহে। সেটা উরুগুয়ে কোচ বিয়েসলার ওপর থেকে যতটা না তার চেয়ে ঢের বেশি স্বাগতিক কোচ দোরিভালের ওপর থেকে। গত জানুয়ারিতে সেলেসাওদের দায়িত্ব পাওয়ার পর দলের পারফরম্যান্সে উন্নতি দেখাতে পারেননি। উল্টো ব্রাজিলের বর্তমান খেলা দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন সাম্বার দেশের ফুটবলপ্রেমীরা।

নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচ ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে গিয়েও জিততে না পারার হতাশা আরও চেপে ধরেছে ভেনেজুয়েলার ১০ জনের দলের বিপক্ষে পয়েন্ট হারানোয়। ব্রাজিলের অনেক সমর্থক সরাসরিই বলে দিয়েছেন, পারফরম্যান্সের উন্নতি না হলে দলের খেলাই আর দেখবেন না। এই অবস্থায় অধিনায়ক ও ডিফেন্ডার মারকিনুস সমর্থকদের পাশে থাকার আকুতি জানিয়েছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডার বলেছেন, “আমি আপনারদের বলছি, জাতীয় দলের খেলা দেখা বাদ দেবেন না। আমাদের ছেড়ে যাবেন না। আমি আপনারদের শতভাগ নিশ্চিত হয়েই বলছি, এখানকার (দলের) সবার বিশ্বাস ও আশা আছে।”

একজন খেলোয়াড়কে যখন সমর্থকদের উদ্দেশ্যে এমন কথা বলতে হয়, তখন আসলে ফুটে ওঠে ব্রাজিলের ফুটবলের অসহায়ত্বের চিত্র। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে চার ম্যাচ হেরেছে ব্রাজিল। যে কয়টা জিতেছে, সেগুলোতেও সমর্থকদের খুশি করতে পারেনি দোরিভালের দল।

আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের নিষ্প্রভতা। ব্রাজিল দলের সবচেয়ে বড় এই তারকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে অপ্রতিরোধ্য এই তারকাকে জাতীয় দলের জার্সিতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগের ম্যাচে মিস করেছেন পেনাল্টি। ব্রাজিলও পারেননি জিততে।

ওই হতাশা পাশ কাটিয়ে ঘরের মাঠে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়। প্রতিপক্ষ উরুগুয়ে দুর্দান্ত ফর্মে। লাতিন আমেরিকায় নতুন শক্তি হয়ে ওঠা কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে নামতে যাচ্ছে ব্রাজিলের মাঠে। তাছাড়া উরুগুয়ের বিপক্ষে সাম্প্রতিক সাক্ষাৎ সুখকরও নয় সেলেসাওদের। বিয়েলসার দলের কাছে টাইব্রেকারে হেরেই কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছিল তারা।

কঠিন পরীক্ষার ম্যাচে ব্রাজিল দলে একটি পরিবর্তন আসছে নিশ্চিত। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না ভানদেরসন। এই ফুলব্যাকের জায়গায় দেখা যাবে দানিলোকে। চোটের কারণে এমনিতেই সেরা একাদশের অনেককে পাচ্ছেন না দোরিভাল। অভিজ্ঞতার বিচারে উরুগুয়ের বিপক্ষে একাদশে আর কোনও পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।

সালভাদরের ম্যাচে উরুগুয়ের একাদেশে দুটি পরিবর্তন আসছে নিশ্চিত। খেলতে পারবেন না নাহিতান নান্দেস ও সান্তিয়াগো বুয়েনো। তবে তাদের জায়গায় কারা খেলবেন, নিশ্চিত করেননি বিয়েসলা।

ব্রাজিলের ম্যাচে উরুগুয়ের আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে যেন সব খেলোয়াড়কে পাওয়া যায়। কারণ মানুয়েল উগার্তে, হোসে মারিয়া হিমেনেস, ব্রায়ান রোদ্রিগেস, দারউইন নুনেস, নিকোলাস ফোনসেকা, রোদ্রিগো বেন্তাকুর ও রোদ্রিগো আগুইরি কার্ড দেখলেই খেলতে পারবেন না আর্জেন্টিনা ম্যাচে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত