Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বকাপের আগে কোচ ছাঁটাই কানাডার

১ি
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। এর দিন দশেক আগে কিনা প্রধান কোচ পুবুদু দাসানায়াকেকে ছাঁটাই করল কানাডা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে এই খবর।

সেন্ট কিটসে প্রস্তুতি ম্যাচ খেলা কানাডার কোচকে বুধবার সিসিএর নবনির্বাচিত সহ-সভাপতি গুরদীপ ক্লেয়ার মৌখিকভাবে জানিয়েছেন, বরখাস্তের কথা।

অথচ দাসানায়াকের অধীনেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা।  আমেরিকান অঞ্চলের বাছাইয়ের ফাইনালে উঠে মূলপর্বের টিকিট পায় তারা।  ফিরে পেয়েছে ওয়ানডে মর্যাদাও। এছাড়া সিডব্লুসি চ্যালেঞ্জ লিগ থেকে সিডব্লুসি লিগ ২-এ উঠে এসেছে কানাডা। তারপরও টি-টোপয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে চাকরি হারালেন তিনি।

গত মাসে বোর্ডের নির্বাচনের পর তিন সদস্যের নতুন নির্বাচক প্যানেল বাদ দিয়েছিল অভিজ্ঞ নিখিল দত্তকে দল থেকে বাদ দেন। এ নিয়ে জলঘোলার পর এবার কোচকেও ছাঁটাই করল তারা।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্ম নেওয়া দাসানায়াকে ক্রিকেট খেলেছেন শ্রীলঙ্কা-কানাডা দুই দেশের হয়েই। ২০০৭ সালে কোচিং ক্যারিয়ারের শুরুতে দায়িত্ব নিয়েছিলেন কানাডার। এরপর দায়িত্ব পালন করেছেন নেপাল ও যুক্তরাষ্ট্রের। ২০২২ সালে কানাডায় ফিরেন দ্বিতীয় দফা। তবে দ্বিতীয় অধ্যায়ের শেষটা তিক্তই হল।

ক্রিকবাজ জানিয়েছে, ৫৩ বছর বয়সী দাসানায়াকেকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না খোদ ক্রিকেটাররা। এ নিয়ে বোর্ডকে চিঠিও দিয়েছিলেন তারা। এররই দাসানায়াকেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কানাডার ক্রিকেট বোর্ড।  তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে স্থানীয় সময় আজ সন্ধ্যায়। সেই সভায় ঘোষণা হতে পারে নতুন কোচের নামও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত