Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

কানাডায় নতুন শিক্ষার্থী ভিসা কার্যকর হবে যেভাবে

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার
কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার
[publishpress_authors_box]

আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে জাতীয় সীমা আরোপ করছে কানাডা- দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এ ঘোষণা দিয়েছেন।

লিবারেল মন্ত্রিসভার এক অবকাশে বক্তব্য দেওয়ার সময় মিলার আরও কয়েকটি বিধিনিষেধের কথা ঘোষণা করেন; যা আগামী দুই বছরে কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ৩৫ শতাংশ কমিয়ে আনবে। তিনি জানান, এই পদক্ষেপগুলি সাময়িক এবং দুই বছরের জন্য কার্যকর থাকবে।

মিলার জানান, এই সীমার ফলে ২০২৪ সালে কানাডা ৩,৬৪,০০০টি শিক্ষা ভিসা দেবে যা ২০২৩ সালের তুলনায় ৩৫ শতাংশ কম।

এই স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন‍্য প্রযোজ্য হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়ালেখার অনুমতির আবেদনকারীরাও এই সীমার আওতায় পড়বে না।

প্রদেশভেদে নিয়ম ভিন্ন 

শিক্ষার্থী ভিসার এই সীমা প্রদেশভেদে ভিন্নভাবে প্রয়োগ হবে বলে জানান মিলার।

যেসব প্রদেশে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি “অসমর্থনযোগ্য হারে” বেড়েছে, সেখানে অন্যান্য প্রদেশের তুলনায় শিক্ষার্থী ভর্তি বেশি পরিমাণে কমানো হবে। ন্যায্যতা বিবেচনায় শিক্ষার্থী সীমা প্রয়োগের ক্ষেত্রে প্রদেশের জনসংখ্যা বিবেচনায় রাখা হবে বলেও জানান মিলার। এর ফলে কোনও কোনও প্রদেশে নতুন শিক্ষার্থী ভর্তি অনেক বেশি সংখ‍্যায় কমবে।

অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়ার সরকারের সঙ্গে ইতিমধ্যেই “কার্যকর আলোচনা” হয়েছে বলে জানান মিলার। 

অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা (আইআরসিসি) প্রতিটি প্রদেশ ও অঞ্চলকে সীমার অংশ জানাবে। এরপর প্রদেশ বা অঞ্চলগুলো যোগ‍্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ‍্যে সেই সংখ‍্যা ভাগ করে দেবে।

সোমবার থেকে কানাডায় পড়ার অনুমতি চাওয়া শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রদেশ বা অঞ্চল থেকে একটি প্রত‍্যয়নপত্র দিতে হবে। 

প্রতিটি প্রদেশ ও অঞ্চলের নির্দিষ্ট শ্রম চাহিদার বিষয়টিও বিবেচনা করা হবে বলে সাংবাদিকদের জানান মিলার।

ওয়ার্ক পারমিটের কী হবে

স্নাতকোত্তর কর্ম অনুমতিপত্র (পিজিডব্লিউপি) প্রোগ্রামের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন ঘোষণা করেছে কানাডা সরকার। এই প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের তাদের পড়া শেষ হওয়ার পর কানাডায় কাজ করার অনুমতি দেয়।

“১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর কর্ম অনুমতিপত্র আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মডেলে কার্যকর থাকবে না,” মিলার বলেন।

আগামী কয়েক সপ্তাহের মধ‍্যে কানাডা ঘোষণা করবে যে, উন্মুক্ত কর্ম অনুমতিপত্র শুধু স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রাম এবং মেডিসিন ও আইন শাস্ত্রের মতো পেশাদার প্রোগ্রামে নথিভুক্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ত্রী/স্বামীদের জন‍্য প্রযোজ‍্য হবে।

মিলার বলেন, “অন্যান্য স্তরে পড়ালেখা করতে থাকাআন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ত্রী/স্বামীরা আর এই সুবিধা পাবে না।”

ছাত্র ভর্তির সীমার পরে আরও বিধিনিষেধ

কানাডার ফেডারেল সরকার গত মাসে একগুচ্ছ বিধিনিষেধ ঘোষণার পর এবার আন্তর্জাতিক ছাত্র ভর্তিতে সীমা নির্ধারণ করা হলো। এই বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক ছাত্রদের শিক্ষার অনুমতিপত্র পেতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বর্তমানে কানাডায় পড়াশোানা করতে আসার জন্য আবেদনকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ১০ হাজার কানাডিয়ান ডালার থাকার প্রমাণ দিতে হয়। ২০২৪ সালে এই পরিমাণ বেড়ে ২০ হাজার ৬৩৫ কানাডিয়ান ডলার হবে। এর বাইরে টিউশন ফি তো রয়েছেই।

কানাডায় বর্তমানে যারা পড়ছেন এবং যারা ২০২৩ সালের ৭ই ডিসেম্বরের মধ্যে শিক্ষা অনুমতিপত্রের আবেদন জমা দিয়েছেন, তারা ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সপ্তাহে ২০ ঘণ্টার বেশি ক‍্যাম্পাসের বাইরে কাজ করতে পারবে।

সূত্র: গ্লোবালনিউজডটসিএ

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত