Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের ভোট করতে বাধা নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।
[publishpress_authors_box]

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন।

তার প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার বহাল রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ।

এর ফলে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট করতে শাহাদাত হোসেনের আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল টুটুল। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে আরেক চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।

পরে আইনজীবী একরামুল হক টুটুল জানান, ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতীক পেয়ে তিনি প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যে অপরপ্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেন। তার সেই আবেদন আপিল বিভাগ আজ খারিজ করে দিয়েছেন। ফলে শাহাদাত হোসেনে নির্বাচন করতে কোনও বাধা নেই।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে।

বিএনপি বর্জন করায় এবার উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ না নিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দিলেও মন্ত্রী ও সংসদ সদস্যের স্বজনদের প্রার্থী হতে নিষেধ করে দিয়েছিল। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত।

তবে তার দাখিল করা হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন করা এবং আয় বিবরণী জমা না দেওয়ায় যাচাই-বাছাই শেষে গত ৫ মে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান।

এরপর গত ৯ মে আপিলেও বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদাত হোসেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৪ মে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আরেক চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ। সেই আবেদনই বৃহস্পতিবার খারিজ করে আপিল বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত