Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার পতনের পর মুখ খুললেন পুতুল 

মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে শেখ হাসিনা।
মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে শেখ হাসিনা।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কোনও প্রতিক্রিয়া মিলছিল না।

অবশেষে নীরবতা ভেঙেছেন পুতুল, নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানিয়েছেন মায়ের কঠিন সময়ে তার পাশে থাকতে না পারার যন্ত্রণার কথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক (আরডি) হিসেবে কর্মরত পুতুলের বর্তমান কর্মস্থল ভারতের দিল্লিতে।

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে পুতুল বলেন, “আমার প্রিয় বাংলাদেশে এত মানুষ মারা গেছে দেখে আমার হৃদয় ভেঙে গেছে। এই কঠিন সময়ে আমার মাকে দেখতে না পারায়, তাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাওয়ার কথাও পোস্টে জানান পুতুল।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান ৭৬ বছর বয়সী এই রাজনীতিক।

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে শুরুতে ভারত সরকার মুখ না খুললেও পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, নিজেকে সামলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দেবে ভারত সরকার।

তিনি বলেন, “খুব অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে আসার আবেদন জানান। একই সময় আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সেরও অনুরোধ পাই।”

শেখ হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন অসমর্থিত বিভিন্ন সূত্র এমনটা দাবি করলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় তা নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে সিরিয়ার মিল পাওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি।”

সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। তার আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সহিংসতায় তিন শতাধিক মানুষ প্রাণ হারায়।     

দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে-এ প্রশ্নের জবাবে এনডিটিভিকে জয় বলেন, “বাংলাদেশ সিরিয়ার মতো হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। আমি পাকিস্তানের কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, আমি সিরিয়ার সঙ্গে মিল পাচ্ছি বেশি।”

শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে।       

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ১৫ জন সদস্য থাকতে পারেন। বৃহস্পতিবার রাতে এই সরকার শপথ নিতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত