হঠাৎ বৃষ্টিতে কাকভেজা হয়ে যায় শ্রমজীবী মানুষ। ছবি : জীবন আমিরবৃষ্টির ফলে টানা কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মেলে নগরবাসীর। যদিও তাপপ্রবাহ থেকে সহসাই রেহাই মিলছে না। ছবি : জীবন আমিরব্যাটারিচালিত রিকশার সামনের দিকে পলিথিন লাগিয়ে যাত্রী পরিবহন করছেন এক চালক। ছবি : জীবন আমির
নানা রঙে রঙিন ছাতা দিয়ে বৃষ্টির ছাট আটকানোর চেষ্টা। ছবি : জীবন আমির