নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ নিয়ে জটিলতায় পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএমই) প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৮ দশমিক ৬৩ পয়েন্ট অবস্থান করছে। শতাংশ হিসাবে এই সূচক কমেছে ২ দশমিক ১২ শতাংশ।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১৫ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান শুরু হয়। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। টানা চার কর্মদিবসে (৬, ৭, ৮ ও ১১ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্টের মতো বেড়েছিল।
গত ১১ আগস্ট ডিএসইএক্স ৯১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছিল। লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।
তবে ১২ ও ১৩ আগস্ট বাজার হোঁচট খায়; এই দুই দিনে ডিএসইএক্স প্রায় ১৫০ পয়েন্টের মতো পড়ে যায়; সূচক নেমে আসে ৫ হাজার ৮৬৭ দশমিক ৯৬ পয়েন্টে। লেনদেন নেমে আসে হাজার কোটি টাকায়।
এরই মধ্যে (১৩ আগস্ট) অর্থনীতিবিদ পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
তার নিয়োগের খবরে ১৪ আগস্ট (বুধবার) দুই বাজারেই সূচক বাড়ে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৮৪ দশমিক ৮১ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বাড়ে ১৩২ দশমিক ৫৫ পয়েন্ট।
মাসরুর রিয়াজের নিয়োগের পরপরই বিতর্ক ওঠার প্রেক্ষাপটে তার নিয়োগ স্থগিত রাখে সরকার।
এ খবরে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুই বাজারেই সূচকের পতন দেখা যায়। ডিএসইএক্স ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৩ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়ায়।
এরই মধ্যে শনিবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান মাসরুর রিয়াজ। পদত্যাগের কারণ জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতিও দেন মাসরুর।
এমন পরিস্থিতিতে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই বাজারেই মূলসূচকের বড় পতন হয়েছে। লেনদেনও বেশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৮ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৯০ শতাংশ কমে ১ হাজার ২৪০ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৫২ দশমিক ৭৩ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ কমে ২ হাজার ১২৬ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকা। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অঙ্ক ছিল ৯৯৯ কোটি টাকা।
রবিবার ডিএসইতে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৬টির দরই কমেছে। বেড়েছে মাত্র ১৮টির। আর অপরিবর্তিত ছিল ১৪টির দর।
রবিবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ১৬ হাজার ৭১৫ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে। শতাংশ হিসাবে এই সূচক কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ।
সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। ২২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫টির। কমেছে ২০০টির। আর অপরিবর্তিত ছিল ৯টির দর।
নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ
রবিবার সন্ধ্যায় ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একইসঙ্গে মাসরুর রিয়াজের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।