Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জন পুড়িয়ে হত্যা মামলা খারিজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মারা যাওয়া ৪২ জনকে হত্যার অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা খারিজের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেয়। 

২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে পেট্রোলবোমা হামলা চালিয়ে ৪২ জনকে পুড়িয়ে মারার ঘটনায় খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করা হয়।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ৪ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলায় বিএনপি চেয়ারসপারসন খালেদা জিয়াসহ আসামি করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত) ও চেয়ারপারসনের তৎকালীন উপদেষ্টা শমশের মবিন চৌধুরীকে।

এরপর আদালত গুলশান থানা পুলিশকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে খালেদা জিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত) ও শমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে প্রতিবেদন দাখিল করা হয়। তারপর আদালত মামলা খারিজের আদেশ দেয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত